ধোনির দৃঢ়তায় শেষ আটে ভারত
লক্ষ্য তেমন বড় নয়—১৮৩ রান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই লড়াই করতে হয়েছে ভারতকে। শেষ পর্যন্ত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৪৫ রানের সুবাদে চার উইকেটে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ভারত। সমান ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করা দক্ষিণ আফ্রিকার অবস্থান দ্বিতীয়। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ডের পয়েন্ট চার। ওয়েস্ট ইন্ডিজ পাঁচটি, পাকিস্তান চারটি ও আয়ারল্যান্ড তিনটি ম্যাচ খেলেছে।
শুক্রবার পার্থের ওয়াকায় শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত। বিরাট কোহলি ৩৩ রান করলেও ১০৭ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ধোনির দৃঢ়তা ৬৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় ‘টিম ইন্ডিয়া’কে। ভারত অধিনায়কের ৫৬ বলের ইনিংসে চার তিনটি ও ছক্কা একটি। সপ্তম উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ধোনিকে ভালোই সহায়তা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (অপরাজিত ১৬)।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৮৫ রানে সাত উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এমন বিপর্যয়ের মধ্যে দলকে ১৮২ রান পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব জেসন হোল্ডারের। নয় নম্বরে ব্যাট করতে নামা অধিনায়কের ৫৭ রানের ক্যারিয়ারসেরা ইনিংস ক্যারিবীয়দের বড় ধরনের লজ্জায় পড়তে দেয়নি।
যাঁকে নিয়ে সবচেয়ে বেশি হৈ-চৈ হচ্ছিল, সেই ক্রিস গেইল বেশিক্ষণ টিকতে পারেননি। দুবার ক্যাচ হতে হতেও বেঁচে যাওয়া বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরিয়ানের ব্যাট থেকে এসেছে ২১ রান।
একশর কমে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়লেও ড্যারেন স্যামির (২৬) সঙ্গে ৩৯ ও জেরম টেলরের (১১) সঙ্গে ৫১ রানের দুটি ভালো জুটি গড়ে দলকে লড়াই করার পুঁজি এনে দিয়েছেন হোল্ডার। তাঁর ৬৪ বলের অধিনায়কোচিত ইনিংসটা সাজানো চারটি চার ও তিনটি ছক্কায়।
৩৫ রানে তিন উইকেট নিয়ে ভারতের সেরা বোলার মোহাম্মদ সামি। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ৪৪.২ ওভারে ১৮২ (স্মিথ ৬, গেইল ২১, স্যামুয়েলস ২, কার্টার ২১, রামদিন ০, সিমন্স ৯, স্যামি ২৬, রাসেল ৮, হোল্ডার ৫৭, টেলর ১১, রোচ ০*; সামি ৩/৩৫, জাদেজা ২/২৭, যাদব ২/৪২, মোহিত ১/৩৫, অশ্বিন ১/৩৮)
ভারত : ৩৯.১ ওভারে ১৮৫/৬ ( রোহিত ৭, ধাওয়ান ৯, কোহলি ৩৩, রাহানে ১৪, রায়না ২২, ধোনি ৪৫*, জাদেজা ১৩, অশ্বিন ১৬* ; টেলর ২/৩৩, রাসেল ২/৪৩, স্মিথ ১/২২, রোচ ১/৪৪)
ফল : ভারত চার উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: মোহাম্মদ সামি।