বাংলাদেশের স্পিনকে ‘ভয়’ মইন আলীর
প্রথম চার ম্যাচের তিনটিতেই পরাস্ত ইংল্যান্ডের সামনে এবার বাংলাদেশ। আগামী সোমবার অ্যাডিলেডে মাশরাফির দলের কাছে হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে ইংল্যান্ড, বাংলাদেশ চলে যাবে কোয়ার্টার ফাইনালে। বাঁচা-মরার লড়াইয়ের আগে বাংলাদেশের স্পিন আক্রমণকে নিয়ে দুশ্চিন্তায় বিশ্বকাপে তিনবারের রানার্সআপরা। স্কাই স্পোর্টসে লেখা এক কলামে এ নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন ইংল্যান্ডের ওপেনার মইন আলী।
তাইজুল ইসলাম ও আরাফাত সানিকে ১৫ জনের দলে রাখলেও এখনো এ দুই বাঁহাতি স্পিনারের বিশ্বকাপ-অভিষেক হয়নি। ভালো ব্যাটসম্যান বলে সাকিব-মাহমুদুল্লাহ-সাব্বিরদের স্পিনে ভরসা করছে বাংলাদেশ। তবু বাংলাদেশের স্পিন আক্রমণকে সমীহ করছেন মইন আলী, ‘বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। মনে হচ্ছে, তাদের স্পিনারদের আমরা কীভাবে খেলতে পারব, তার ওপরেই ম্যাচের ভাগ্য নির্ভর করবে।’
৯ মার্চ গত বিশ্বকাপের স্মৃতি বাংলাদেশকে অনুপ্রাণিত করবেই। চট্টগ্রামে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে দুই উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে মইন আলীর মন্তব্য, ‘আমাদের সেরা খেলাটা খেলতে হবে। ২০১১ সালে চট্টগ্রামে যা হয়েছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে আমরা সর্বোচ্চ চেষ্টাই করব।’
অ্যাডিলেড ওভালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ‘পুনরাবৃত্তি’ হলে বাংলাদেশেরই লাভ। তাহলে মাশরাফির দলের কোয়ার্টার ফাইনাল স্বপ্ন পূরণ হয়ে যাবে।