মাশরাফির ‘হ্যাটট্রিক’ হোক চাননি মাহমুদউল্লাহ
ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএলে এর আগে গত দুই আসরের শিরোপা জিতেছিলেন মাশরাফি বিন মুর্তজা। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে চ্যাম্পিয়ন করিয়ে এবার তিনি জিতেছেন হ্যাটট্রিক শিরোপা। অথচ মাশরাফির এই সাফল্য নাকি চাননি বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহ। তা ঠেকানো সব রকম চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘অনেক চেষ্টা করেছি মাশরাফির হ্যাটট্রিক শিরোপা জয় ঠেকানোর জন্য। কিন্তু পারিনি আমরা। তবে তাকে অভিনন্দন জানাই এই অর্জনের জন্য। তার যোগ্য নেতৃত্বেই শিরোপা জিতেছে কুমিল্লা।’
শিরোপা জিততে না পারলেও বরিশালের অর্জন কম নয় বলে মনে করেন তিনি, ‘শেষ বলটি বাদ দিলে ফাইনালের সব কিছুই ঠিকভাবে হয়েছে আমাদের। তেমনি পুরো আসরেও আমরা খুবই ভালো খেলেছি। তাই চ্যাম্পিয়ন না হলেও আমাদের অর্জন একেবারেই কম নয়। তাই হতাশ নই আমি।’
মূলত শেষ বলটি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘ম্যাচ যখন টাই হয়েছে তখনো আমি আশা হারাইনি। কারণ শেষ বলে যদি এক রান না হতো তাহলে সুপার ওভারে যেতে হতো। সেখানেও আমাদের জেতার সুযোগ ছিল। তাই আমি মনে করি শেষ বলটিই ম্যাচের টার্নিং পয়েন্ট।’