মেসি-নেইমারের নৈপুণ্যে বার্সার বিশাল জয়
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। সঙ্গে নেইমার জ্বলে উঠেছেন দারুণভাবে। সুবাদে বার্সেলোনা পেয়েছে বিশাল জয়।
শনিবার লা লিগায় এলচের মাঠে বার্সার ৬-০ গোলের জয়ে জোড়া গোল করে একটি রেকর্ডও স্পর্শ করেছেন মেসি। স্প্যানিশ লিগে ৭৭ বার জোড়া গোল করা তেলমো জারার পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন তারকা। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। বিজয়ীদের অন্য গোল দুটি জেরার্দ পিকে ও পেদ্রোর।
বার্সার জার্সি গায়ে ২০০তম ম্যাচ স্মরণীয় করে রাখা ডিফেন্ডার পিকে ৩৫ মিনিটে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা কাতালানরা বিরতির পর মেতে ওঠে গোল উৎসবে।
৫৫ মিনিটে মেসির সফল পেনাল্টিতে ব্যবধান হয়ে যায় ২-০। ৬৯ মিনিটে নেইমারের প্রথম গোলেও বড় ভূমিকা মেসির। এলচের এক ডিফেন্ডারকে কাটিয়ে নেইমারকে পাস দেন আর্জেন্টিনার অধিনায়ক। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ভুল হয়নি নেইমারের।
দুই মিনিট পর আবার ব্রাজিল অধিনায়কের লক্ষ্যভেদ। এই গোলটিও মেসি-নেইমারের দুর্দান্ত বোঝাপড়ার ফসল। মেসির পাস থেকে ভলি করে বল জালে জড়িয়েছেন নেইমার (৪-০)।
৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে অনেক দিন ধরে অক্ষত একটি রেকর্ড স্পর্শ করেছেন মেসি। ১৯৪০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে খেলা স্ট্রাইকার জারার ম্যাচে ৭৭টি জোড়া গোলের কীর্তির পাশে দাঁড়িয়েছেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
ইনজুরি সময়ে নেইমারের পাস থেকে বার্সার ষষ্ঠ ও শেষ গোলটি করেছেন পেদ্রো।
বড় ব্যবধানে জিতলেও লিগে দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে বার্সেলোনাকে। ২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট সংগ্রহ করা বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের অবস্থান তৃতীয়।