সেঞ্চুরি ছাড়াই মিসবাহর পাঁচ হাজার রান!
পাকিস্তানের দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান করার কৃতিত্ব মিসবাহ-উল-হকের। তবে একদিক দিয়ে পাকিস্তানের অধিনায়ক অনন্য। ওয়ানডে ক্রিকেটের ৪৪ বছরের ইতিহাসে কোনো সেঞ্চুরি ছাড়া পাঁচ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান তিনি।
শনিবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৬ রানের ইনিংস খেলার পথে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মিসবাহ।
ধীরগতির ব্যাটিংয়ের কারণে স্বদেশে প্রায়ই সমালোচিত হতে হয় ডানহাতি ব্যাটসম্যান মিসবাহকে। তবে ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় বেশ ভালো—৪৩.৫২। দলের অনেক বিপদের সময় প্রতিরোধ গড়লেও এখনো ব্যাটসম্যানদের আরাধ্য শতকের দেখা পাননি। শনিবার ১৬০তম ওয়ানডেতে ৪২তম ফিফটি পেলেও ‘ম্যাজিক ফিগার’ আজও মিসবাহর অধরা।
ওয়ানডেতে মিসবার ক্যারিয়ার-সেরা ইনিংসের জন্ম ২০১৩ সালের ৭ জুন। লন্ডনের ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ৯৬ রানে অপরাজিত ছিলেন তিনি। পাকিস্তান দুই ওভার বাকি থাকতে অলআউট হয়ে যাওয়ায় চার রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল তাঁকে। একবার অপরাজিত ছিলেন ৯৩ রানে। ৮৩ রানে অপরাজিত ছিলেন তিনবার।
ওয়ানডেতে না পারলেও ৫৩টি টেস্ট খেলে আটটি শতক করেছেন মিসবাহ। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করে ক্যারিবীয়-কিংবদন্তি ভিভ রিচার্ডসের একটি রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন যৌথভাবে রিচার্ডস ও মিসবাহর দখলে।