সমালোচনার পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন বেনজেমা
একজন তাঁর জাতীয় দলের কোচ, অন্যজন ক্লাবের সভাপতি। দুজনই করিম বেনজেমার কাছের মানুষ। তবে সেক্স-টেপ কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া বেনজেমা দুই ধরনের প্রতিক্রিয়া পেলেন দুজনের কাছ থেকে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম তাঁর ওপর ভীষণ ক্ষুব্ধ। কিন্তু রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাঁর প্রতি সহমর্মী। পেরেজের ধারণা, বেনজেমার মতো ভালো মানুষ আজকের পৃথিবীতে বিরল!
জাতীয় দলের সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে সেক্স-টেপ দিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে বেনজেমাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দেশম নিজেও কলঙ্কমুক্ত না হওয়া পর্যন্ত বেনজেমাকে দলে নিতে রাজি নন। ফরাসি দৈনিক লো পারিসিয়েনের সঙ্গে কথা বলার সময় ফ্রান্স কোচের মন্তব্য, ‘তাকে (বেনজেমাকে) দলে নেওয়া সম্ভব নয়। এটা পরিষ্কার যে সে একটা বিরাট ভুল করেছে।’ জাতীয় দল থেকে বাদ পড়ার দুঃসংবাদ পাওয়ার পর বেনজেমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া নিয়েও ভীষণ বিরক্ত দেশম, ‘সে পরিস্থিতিটা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না।’
ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশমের ঠিক বিপরীত প্রতিক্রিয়া পেরেজের। দুঃসময়ে বেনজেমার পাশেই দাঁড়িয়েছেন তিনি। মাদ্রিদের একটি রেডিও স্টেশন কাদেনা সেরকে রিয়াল সভাপতি বলেছেন, ‘বেনজেমা এখন ভালোই আছে। কঠিন সময়ের ভেতর দিয়ে গেলেও তার বিবেক পরিষ্কার।’
পাশাপাশি বেনজেমার প্রশংসায় পেরেজ একেবারে পঞ্চমুখ, ‘আমি তাকে ২০০৯ সাল থেকে চিনি। সে কখনোই কোনো ভুল করেনি। গত ছয় বছরে সে শুধু ভালো কাজই করেছে। সে কখনো প্র্যাকটিসে দেরিতে আসেনি, কখনো কোনো কোচের প্রতি ক্ষোভ প্রকাশ করেনি, এমনকি কোনো সতীর্থর সঙ্গে চিৎকার করেও কথা বলেনি। এই দীর্ঘ সময়ে খুব বেশি হলুদ কার্ডও দেখেনি।’
মাঠের বাইরে বিতর্কে জড়ালে কী হবে, মাঠে বেনজেমার ভালোই পারফরম্যান্স এ মৌসুমে। রিয়ালের হয়ে এবার ১৪ ম্যাচে ১২টি গোল করেছেন তিনি।