স্কয়ার ড্রাইভ
সিডনিতে জমজমাট লড়াই হতে পারে
উদ্বোধনী ম্যাচ বাদ দিলে শেষ তিন ম্যাচে ভালো খেলেছে শ্রীলঙ্কা। সর্বশেষ দুই ম্যাচে তিনশর ওপরে রান করে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা এখন দারুণ উজ্জীবিত। রোববার সিডনিতে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার জমজমাট লড়াই হবে বলেই মনে হচ্ছে।
তবে ব্যাটসম্যানদের মতো শ্রীলঙ্কার বোলাররা তেমন ভালো করতে পারছে না। রোববার বোলারদের ছন্দহীনতা ১৯৯৬ বিশ্বচ্যাম্পিয়নদের সমস্যায় ফেলতে পারে।
অস্ট্রেলিয়া ‘ব্যালান্সড’ দল। তাদের পেস আক্রমণ দুর্দান্ত। ঘরের মাঠে খেলা বলে তারা বাড়তি সুবিধা পেতে পারে।
শ্রীলঙ্কার সবচেয়ে বড় ‘প্লাস পয়েন্ট’ ব্যাটসম্যানদের ফর্মে থাকা। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে জ্বলে উঠলে জয়ের পথে এগিয়ে যাবে তারা।
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি। তাই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
নেপিয়ারে দিনের অন্য ম্যাচে আফগানিস্তানকে নিউজিল্যান্ড সহজেই হারাবে বলে মনে হয়। দারুণ ফর্মে থাকা কিউইদের আটকানোর সামর্থ্য আফগানদের নেই।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।