বিলবাওয়ের মাঠে রিয়াল মাদ্রিদ পরাস্ত
লা লিগায় আবার জয় পেতে ব্যর্থ রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে ঘরের মাঠে ড্র করেছিল ভিয়ারিয়ালের সঙ্গে। শনিবার রাতে অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরেই গেছে স্পেনের সফলতম দলটি।
চিরপ্রতিদ্বন্দ্বীর পরাজয়ে বার্সেলোনার সামনে শীর্ষে ওঠার জোরালো সম্ভাবনা। রোববার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে রায়ো ভায়েকানোকে হারালেই লিগের শীর্ষে উঠে যাবে বার্সা। ২৬ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ ৬১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সার ৫৯ পয়েন্ট। কাতালানদের সমান ২৫ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো রোববার খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
বিলবাওয়ের মাঠে রিয়ালের সর্বনাশের সূচনা ২৬ মিনিটে, দারুণ এক হেড থেকে করা ফরোয়ার্ড আরিৎস আদুরিসের গোলে। বাকি সময়ে অনেক চেষ্টা করেও দলকে সমতায় ফেরাতে পারেননি রিয়ালের আক্রমণভাগের ‘ত্রিফলা’ ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমা।
অনেক সময় পেয়েও গোলের দেখা না পেয়ে ভীষণ হতাশ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়ালের কোচ বলেছেন, ‘প্রথমার্ধে অ্যাথলেতিকের গোলের পরই আসলে আমরা হেরে গেছি। দ্বিতীয়ার্ধে আর খেলায় ফিরতে পারিনি। দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় আমাদের দখলেই বল ছিল। কিন্তু আমরা গোল করার মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারিনি।’