রাগবিতে বাংলাদেশের প্রথম সাফল্য
কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শনিবার ভারতের চেন্নাইয়ে অলিম্পিক প্রাক-বাছাই প্রতিযোগিতায় বাংলাদেশ নেপালকে হারিয়েছে বিশাল ব্যবধানে, ৩৬-০ পয়েন্টে।
বাকি দুই ম্যাচে অবশ্য হার মানতে হয়েছে বাংলাদেশকে। স্বাগতিক ভারতের কাছে হারের ব্যবধান ৩৯-০, আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৫-৫।
ডাবল লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় আবার এই তিন দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
পরের তিন ম্যাচে ভালো খেলার আশাবাদ জানিয়ে রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেছেন, ‘বাংলাদেশ পরবর্তী রাউন্ডে উঠতে পারবে কি না, তা নির্ভর করছে পরের তিন ম্যাচের ফলাফলের ওপর। আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় ম্যাচে হেরে গেলেও বাংলাদেশ ভালোই লড়াই করেছিল। আশা করছি, পরের ম্যাচগুলোতে ছেলেরা আরো ভালো খেলবে।’