মেসির রেকর্ড হ্যাটট্রিকে শীর্ষে বার্সা
ইদানীং পেনাল্টি নিতে গেলেই কেমন জানি ভড়কে যান লিওনেল মেসি। সাম্প্রতিক সময়ে কয়েকবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থও হয়েছেন। রোববারও আরেকবার ব্যর্থ হতে পারতেন। হননি প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে। পেনাল্টি থেকে মেসির শট রায়ো ভায়েকানোর গোলরক্ষক ধরে ফেললেও বাঁশি বাজানোর আগেই ঝাঁপ দেওয়ায় আবার শট নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয়বার কোনো ভুল করেননি মেসি, বল পাঠিয়ে দিয়েছেন জালে। এরপর আরো দুটো গোল করে মেতে উঠেছেন হ্যাটট্রিকের আনন্দেও। মেসির হ্যাটট্রিকের সঙ্গে লুইস সুয়ারেজের জোড়া গোলে ভায়েকানোকে ৬-১ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠে গেছে বার্সা।
২৬ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৬২ পয়েন্ট। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের অবস্থান তৃতীয়।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সার গোল-উৎসবের শুরু পঞ্চম মিনিটে, সুয়ারেজের মাধ্যমে। তবে বিরতির আগে আর কোনো গোল পায়নি স্পেনের অন্যতম সফল দলটি।
৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ পিকে। তারপর ৫৬ মিনিটে মেসির সেই নাটকীয় পেনাল্টি গোল। ৬৩ ও ৬৮ মিনিটে আরো দুই গোল করে হ্যাটট্রিকের আনন্দে মেতে উঠেছেন আর্জেন্টাইন তারকা। এই হ্যাটট্রিক একই সঙ্গে দুটো অর্জন এনে দিয়েছে মেসিকে। ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে তিনি এখন লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক। স্প্যানিশ লিগে মেসির হ্যাটট্রিক ২৪টি আর রোনালদোর ২৩টি।
বার্সেলোনার জার্সি গায়ে এটা মেসির ৩২তম হ্যাটট্রিক। এটাও একটা স্প্যানিশ রেকর্ড। ৩১টি নিয়ে আগের রেকর্ড ছিল অ্যাথলেতিক বিলবাওয়ের সাবেক ‘গ্রেট’ তেলমো জারার দখলে। ২৭টি হ্যাটট্রিক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রোনালদোর অবস্থান। ৩০টি করে গোল নিয়ে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি আর রোনালদোই।
ইনজুরি সময়ে বার্সার শেষ গোলটি করেছেন সুয়ারেজ। ৮১ মিনিটে পেনাল্টি থেকে ভায়েকানোর সান্ত্বনাসূচক গোলদাতা আলবার্তো বুয়েনো।