মাহমুদউল্লাহর ইতিহাসগড়া সেঞ্চুরি
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত মাহমুদউল্লাহ নিজের ১১৪তম ওয়ানডেতে গড়লেন ইতিহাস। বাংলাদেশের দুঃসময়ে প্রায়ই ত্রাতা হিসেবে আবির্ভূত হলেও ওয়ানডেতে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ ছিল তাঁর। সেই আক্ষেপ কী দারুণভাবেই না ঘুচল! ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে মাহমুদউল্লাহ আজ ইতিহাসের পাতায়। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করার কৃতিত্ব যে তাঁরই।
গত নভেম্বরে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৮২ রান এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস ছিল মাহমুদউল্লাহর। সোমবার সেই ইনিংসকে ম্লান করে ইতিহাস গড়লেন তিনি।
স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি পাননি তামিম ইকবাল। তবে মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের কীর্তি গড়েন এই বাঁহাতি ওপেনার। সোমবার অ্যাডিলেড ওভালে মাহমুদউল্লাহকে অবশ্য আফসোসে পুড়তে হয়নি। ১৩১ বলে ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়ে মেতে উঠেছেন উল্লাসে। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি, দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে গেছেন। ১৩৮ বলে খেলা ১০৩ রানের ইতিহাসগড়া ইনিংসটি সাতটি চার ও দুটি ছক্কায় সাজানো।
ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির জন্য প্রায় আট বছর অপেক্ষা করতে হলেও টেস্টে তিন অঙ্ক ছোঁয়ার প্রতীক্ষার প্রহর এত দীর্ঘ হয়নি মাহমুদউল্লাহর। ২০১০ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি।