রোনালদোকে ছাড়াই রিয়ালের প্রতিশোধ
গত আগস্টে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ৪-২ গোলে হেরে যাওয়ার যন্ত্রণা ছিল। ছিল দুই ম্যাচ নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদোকে না পাওয়ার দুঃখ। তবে সব দুঃখ-যন্ত্রণা-হতাশা উড়িয়ে রিয়াল মাদ্রিদ প্রতিশোধ নিয়েছে নির্মমভাবে। করিম বেনজেমার জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় সোসিয়েদাদকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে।
শনিবার রাতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু শুরুতেই স্তব্ধ হয়ে যায়। ম্যাচের প্রথম মিনিটেই সোসিয়েদাদকে এগিয়ে দেন ডিফেন্ডার আরিতজ এলুসতোনদো।
অতিথিরা অবশ্য এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি। তৃতীয় মিনিটেই সমতা নিয়ে আসেন কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। ৩৭ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ডিফেন্ডার সার্জিও রামোস। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে সব আলো কেড়ে নেন বেনজেমা। ৫২ ও ৭৬ মিনিটে দুই গোল করে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন এই ফরাসি স্ট্রাইকার। ম্যাচ শেষে বেনজেমার প্রশংসায় মেতে ওঠেন আনচেলত্তি। বার্তা সংস্থা রয়টার্সকে রিয়ালের ইতালীয় কোচ বলেন, ‘দলের সব ফরোয়ার্ডের মতো বেনজেমাও দুর্দান্ত খেলেছে। তাঁর দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ। মাঠজুড়ে খেলা আর দলকে সাহায্য করার ক্ষমতার জন্য তাঁকে আলাদা মূল্য দিতেই হবে। সে শুধুই একজন গোলদাতা নয়।’
এই জয়ে রিয়ালের শীর্ষস্থান হাতছাড়া হওয়ার কোনো আশঙ্কা নেই। ২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও ৪৭। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে। শনিবার ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচের জোড়া গোলে এইবারকে ৩-১ গোলে হারিয়েছে আতলেতিকো।