সাঙ্গাকারার অসামান্য অর্জন
কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে রানের ফুলঝড়ি ছুটছেই। বাংলাদেশ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে আবার তিন অঙ্ক ছুঁয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান সাঙ্গাকারা, ওয়ানডে ক্রিকেটের রেকর্ড বইয়ে যোগ করলেন একটি নতুন অধ্যায়। বিশ্বকাপে তো বটেই, ওয়ানডেতেও এই প্রথম কোনো ব্যাটসম্যান টানা চার ম্যাচে সেঞ্চুরি করলেন।
ওয়ানডেতে টানা তিন ম্যাচে সেঞ্চুরি কম দেখেনি ক্রিকেট-বিশ্ব। বিশ্বকাপ শুরু হওয়ার আগে পাকিস্তানের জহির আব্বাস ও সাঈদ আনোয়ার, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স ও কুইনটন ডি কক এবং নিউজিল্যান্ডের রস টেলর কীর্তিটা উপভোগ করছিলেন।
তবে বিশ্বকাপে এমন কৃতিত্ব কারো ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে টানা তৃতীয় শতক করে ইতিহাস গড়েছিলেন সাঙ্গাকারা। বুধবার আবার ‘ম্যাজিক ফিগার’ ছুয়ে গড়লেন আরেকটি ইতিহাস।
বাংলাদেশ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১০৫, অপরাজিত ১১৭ ও ১০৪ রানের পর স্কটিশদের বিপক্ষে ‘সাঙ্গা’র ব্যাট থেকে এসেছে ১২৪ রান। ৯৫ বলের আক্রমণাত্মক ইনিংসটি ১৩টি চার ও চারটি ছক্কায় সাজানো।