স্কয়ার ড্রাইভ
সাঙ্গাকারার ব্যাটিংয়ে আমি মুগ্ধ
কুমার সাঙ্গাকারার খেলা যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। অসাধারণ বললেও কম বল হয়। এবারের বিশ্বকাপে দারুণ খেলছেন তিনি। বিশ্বকাপে তো বটেই, ওয়ানডেতেও প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ম্যাচে সেঞ্চুরি করার অনন্যকীর্তি গড়লেন সাঙ্গাকারা।
ভবিষ্যতে হয়তো অনেক রেকর্ড হবে, অনেক রেকর্ড ভাঙবে। কিন্তু সাঙ্গাকারার এই কীর্তি অনেক দিন মনে রাখবে ক্রিকেট-প্রেমীরা। এমন রেকর্ড তো সচরাচর হয় না। বিশেষ করে বিশ্বকাপে এই রেকর্ড ভাঙা খুব কঠিন হবে।
শুধু সাঙ্গাকারা নয়, পুরো শ্রীলঙ্কা দলের ব্যাটিং খুব ভালো হচ্ছে। এভাবে খেলতে থাকলে তারা অনেক দূর যেতে পারবে। ফাইনালে খেলতে পারবে কিনা তা অনুমান করতে পারছি না। তবে শ্রীলঙ্কাকে আমি সেরা চার দলের মধ্যে রাখতে চাই। আমার বিশ্বাস তারা সেমিফাইনালে খেলবে।
তবে ব্যাটসম্যানদের মতো শ্রীলঙ্কার বোলারদের পারফরম্যান্স ভালো নয়। অবশ্য এবারের বিশ্বকাপে বোলাররা তেমন ভালো করতে পারছে না, ব্যাটসম্যানরাই দাপট দেখাচ্ছে। এর অন্যতম কারণ বিশ্বকাপের জন্য আইসিসির তত্ত্বাবধানে কিউরেটররা পিচ তৈরি করেছেন। আইসিসি চেয়েছে রান যেন বেশি হয়, আর খেলাও যেন তাড়াতাড়ি শেষ না হয়। দর্শকদের মাঠে ধরে রাখতেই আইসিসির এই উদ্যোগ।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।