বৃষ্টিকে দুষলেন মাশরাফি
একে তো তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মুস্তাফিজুর রহমানের মতো তিনজন নির্ভরযোগ্য খেলোয়াড় নেই। তার ওপরে একসঙ্গে চার-চার জনের অভিষেক। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে একটু বেশিই ‘পরীক্ষা-নিরীক্ষা’ চালিয়েছে বাংলাদেশ। ৩১ রানে পরাজয়ের কি সেটাই কারণ? মাশরাফি বিন মুর্তজা অবশ্য তা মানতে চাইছেন না। বাংলাদেশ অধিনায়কের মতে, বৃষ্টি আর টস হার স্বাগতিকদের ব্যর্থতার কারণ।
বুধবার জিতলেই চার ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। কিন্তু হেরে যাওয়ায় শুক্রবার শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে মাশরাফির দলকে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘টস হারার পর আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। দলে বেশ কয়েকজন নবাগত থাকায় ম্যাচটা যে কঠিন হতে পারে, সেই ধারণাও ছিল আমাদের।’
তবে ‘নড়াইল এক্সপ্রেস’ ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি দায়ী করলেন বৃষ্টিকে, ‘খেলা শুরু হওয়ার আগেই বৃষ্টি এসে অসুবিধায় ফেলে দিয়েছিল আমাদের। পরে আবার বৃষ্টি এসে আরো বেশি সমস্যা তৈরি করেছে। তখন বল গ্রিপ করতে বোলারদের অসুবিধা হচ্ছিল। আবার ব্যাটিংয়ের সময় উইকেট স্লো হয়ে গিয়ে সমস্যায় ফেলে দিয়েছে।’
বুধবারের ব্যর্থতা ভুলে মাশরাফি এখন তাকিয়ে সিরিজের শেষ ম্যাচের দিকে, ‘আজ আমাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনোটাই ভালো হয়নি। তবে আজকের ব্যর্থতা নিয়ে আর কথা বাড়াতে চাই না। আমাদের এখন লক্ষ্য পরের ম্যাচটা জিতে সিরিজ জয় করা।’