প্রাথমিক দলে নাসির, রুবেল বাদ
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলে নেই নাসির হোসেন ও রুবেল হোসেন। তবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার নাসির। অবশ্য এ দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায়ও দেখা যাবে না ডানহাতি পেসার রুবেলকে।
বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএলে ভালো করতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাদ দেওয়া হয়েছিল নাসিরকে। তবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দলে তাঁকে রাখা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পাওয়া সব ক্রিকেটারই আছেন ২৫ সদস্যের প্রাথমিক দলে। জিম্বাবুয়ের সিরিজের বাইরে থাকাদের মধ্যে নাসির ছাড়াও ডাক পেয়েছেন লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, আরাফাত সানি, শফিউল ইসলাম, আবুল হাসান ও কামরুল ইসলাম রাব্বি।
২৫ জনের মধ্যে কামরুল ইসলাম আর আরিফুল হকের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি ডানহাতি পেসার কামরুল। অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার আরিফুল।
জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার পরদিন, অর্থাৎ ২৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে বাংলাদেশের প্রথম দফার অনুশীলন। ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত খুলনাতেই অনুশীলন করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফেব্রুয়ারির ৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত দ্বিতীয় দফা অনুশীলন হবে চট্টগ্রামে। ঢাকায় ফেরার পর ২৪ ফেব্রুয়ারি থেকে এশিয়া কাপ মিশন শুরু করবেন মাশরাফি-সাকিবরা।
সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম অবশ্য দ্বিতীয় দফার অনুশীলন চলার সময় সংযুক্ত আরব আমিরাতে থাকবেন। সেখানে তাঁরা অংশ নেবেন পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএলে। মুস্তাফিজুর রহমানেরও নাম আছে পিএসএলে। কিন্তু তাঁকে অনানুমতিপত্র দেওয়া হবে কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২৫ সদস্যের প্রাথমিক দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী।