উজ্জীবিত মামুনুল, আত্মবিশ্বাসী মামুনুল
বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে বিকেএসপিতে প্রায় এক মাস ধরে অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। ক্যাম্পে সতীর্থদের একাগ্রতা আর আন্তরিকতা দেখে অভিভূত মামুনুল ইসলাম। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, ঘরের মাঠে এই টুর্নামেন্টে অবশ্যই ভালো করবেন তাঁরা।
রোববার বাফুফে ভবনে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেই প্রত্যয় ফুটে উঠল মামুনুলের কণ্ঠে, ‘গত এক মাসের অনুশীলনে প্রত্যেক খেলোয়াড়কে আমি দারুণ সিরিয়াস দেখেছি। নিজেকে তৈরি করার চেষ্টা তো আছেই, মূল দলে জায়গা করে নেওয়ার তাড়নাও প্রত্যেকের মধ্যে কাজ করছে। একটা দলের ভালো করার ক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট।’
‘আমাদের এই দল কোনোভাবেই খারাপ করতে পারে না। এখন শুধু মাঠে সব কিছু প্রমাণ করার অপেক্ষা। সব কিছু ঠিকভাবে হলে আশা করি ভালো করতে পারব। আমাদের দলে বেশ কয়েকজন মেধাবী খেলোয়াড় আছে। তাদের পক্ষে যে কোনো মুহূর্তে ম্যাচ বের করে নেওয়া সম্ভব।’
দেশের মাটিতে ভালো করার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে রাজি নন দেশ-সেরা মিডফিল্ডার মামুনুল, ‘এমন সুযোগ সব সময় আসে না। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এই টুর্নামেন্টে ভালো করা খুবই জরুরি। প্রত্যেক খেলোয়াড় নিজেকে মেলে ধরতে মরিয়া।’
বঙ্গবন্ধু কাপ শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে লোডভিক ডি ক্রুইফ দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে ডাচ কোচকে ফিরে পেয়েই অনুপ্রাণিত বাংলাদেশের অধিনায়ক, ‘ক্রুইফ ফিরে আসায় দলের মানসিক শক্তি বেড়ে গেছে। খেলোয়াড়রা দারুণ উজ্জীবিত। এই সিদ্ধান্ত দলের জন্য ভালো হয়েছে বলেই আমার বিশ্বাস।’