পাকিস্তানে ১০ বছর জেল হতে পারে কোহলি-ভক্তের
আবেগের অতিশয্যে হুট করে একটা কাজ করে ফেলে এখন হয়তো আফসোসের অন্ত নেই পাকিস্তানের এক কোহলি-ভক্তের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয় ও প্রিয় খেলোয়াড় বিরাট কোহলিকে ৯০ রানের দারুণ ইনিংস খেলতে দেখে বাড়ির ছাদে ভারতের পতাকা তুলেছিলেন উমর দ্রাজ। এজন্য এখন ১০ বছরের জেলও হয়ে যেতে পারে পাকিস্তানের ২২ বছর বয়সী এক তরুণের।
১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই ভীষণ বৈরী সম্পর্ক এশিয়ার প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের। খেলার মাঠে তাদের চিরপ্রতিদ্বন্দ্বিতার কথাও সর্বজনবিদিত। সেই পাকিস্তানে ভারতের পতাকা তুলে ভয়াবহ ভুলই করেছেন উমর দ্রাজ। গত মঙ্গলবার ভারতের জয়ের পর পরই নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা তুলেছিলেন পাঞ্জাবের এই বাসিন্দা। খবরটা চাউর হওয়ার পর পরই তাঁকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের পুলিশ। দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে দ্রাজের বিরুদ্ধে। এখন অভিযোগ সত্যি প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে তাঁর।
গ্রেপ্তার হওয়ার পর দ্রাজ সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি বিরাট কোহলির বড়ই ভক্ত। আমি ভারতীয় দলকে সমর্থন করি কোহলির জন্য। বাড়ির ছাদে ভারতের পতাকা তুলে আমি কোহলির প্রতি আমার ভালোবাসার কথা জানাতে চেয়েছিলাম।’ দ্রাজের বাড়ি থেকে কোহলির অনেক ছবি-পোস্টারও জব্দ করেছে পুলিশ।