ফেদেরারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
২০১১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের স্মৃতি ফিরিয়ে আনলেন নোভাক জোকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে চলে গেলেন শিরোপা জয়ের আরো কাছাকাছি। উত্তেজনাপূর্ণ ম্যাচে ফেদেরারকে ৬-১, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে উঠে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।
প্রথম দুটি সেটে সহজ জয় দিয়ে অনেকখানি এগিয়ে গিয়েছিলেন জোকোভিচ। কিন্তু তৃতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান ফেদেরার। সেটটা জিতে নেন ৬-৩ ব্যবধানে। তবে চতুর্থ সেটে ফেদেরারকে আর কোনো সুযোগ দেননি জোকোভিচ। ৬-৩ ব্যবধানে জিতে পা রেখেছেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। দুই ঘণ্টা ১৯ মিনিটের জমজমাট লড়াই শেষে উচ্ছসিত জোকোভিচ বলেছেন, ‘প্রথম দুইটা সেটে আমি অবিশ্বাস্য রকমের ভালো খেলেছি। আর ফেদেরারের বিপক্ষে জিততে হলে এমনভাবেই খেলতে হতো।’
এর আগের মুখোমুখি ৪৪টি লড়াইয়ে ২২-২২ ব্যবধানের সমতা ছিল জোকোভিচ ও ফেদেরারের। কিন্তু ৪৫তম ম্যাচে ফেদেরারকে হারিয়ে ২৩-২২ ব্যবধানে এগিয়ে গেছেন জোকোভিচ।
উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি পাঁচটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ডটি আগেই নিজের করে নিয়েছিলেন সার্বিয়ান এই তারকা। এবারও শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে শেষ হাসি হাসতে পারলে রয় এমারসনের ছয়টি শিরোপা জয়ের রেকর্ডও স্পর্শ করে ফেরতে পারবেন জোকোভিচ।
ফাইনালে অ্যান্ডি মারে বা মাইলোস রোনিকের মুখোমুখি হতে হবে জোকোভিচকে।