স্কয়ার ড্রাইভ
মাহমুদউল্লাহকে এত ভালো খেলতে দেখিনি
পরপর দুই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ দুটি সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স। এই পারফরম্যান্সকে কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। তাকে কখনো এত ভালো খেলতে দেখিনি। মাহমুদউল্লাহর দৃঢ়তায় প্রতিপক্ষকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়া সম্ভব হয়েছে।
মাত্র ২৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে সে যেভাবে বড় ইনিংসের পথে নিয়ে গেছে, তা এককথায় অসাধারণ। তৃতীয় উইকেটে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়ে দলের বড় স্কোরের ভিত গড়ে দিয়েছে সে। এর পর ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে দলকে নিয়ে গেছে তিনশর কাছাকাছি। আশা করি, পরের ম্যাচেও মাহমুদউল্লাহর ব্যাটে এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখতে পাব।
তবে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যর্থতা হতাশাজনক। আশা করি, কোয়ার্টার ফাইনালে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ফর্মে ফিরবে।
তার পরও ব্যাটসম্যানরা তাদের কাজটা ঠিকভাবে করেছে। এখন দায়িত্ব বোলারদের কাঁধে। বোলাররা ভালো করতে পারলে ইংল্যান্ডের মতো কিউইদেরও হারানো সম্ভব।
মাশরাফির অনুপস্থিতিতে রুবেল ও তাসকিনকে নিয়ন্ত্রিত বোলিং করতে হবে। রুবেল দারুণ ফর্মে আছে। আশা করি, সে ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। স্পিনারদেরও ভালো বল করেত হবে।
‘আন্ডারডগ’ হিসেবে বিশ্বকাপ শুরু করলেও এখন আর আমরা সেই অবস্থানে নেই।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।