নেপালের অধিনায়কের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছে নেপাল। বর্তমান ক্রিকেটবিশ্বের অন্যতম পরাশক্তি নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ক্রিকেটবিশ্বও মেতেছে নেপাল-বন্দনায়। কিন্তু দারুণ এই সাফল্যের মধ্যে গুরুতর এক অভিযোগ উঠেছে নেপালের অধিনায়ক রাজু রিজালের বিরুদ্ধে। বয়স চুরির পাশাপাশি তিনি নাকি নামও পরিবর্তন করে ফেলেছেন।
নেপালের অধিনায়কের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তুলেছেন ভারতের ক্রিকেটার কুস্তব পাওয়ার। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা এই ক্রিকেটার দাবি করেছেন, তাঁরা নাকি একসঙ্গে খেলেছেন মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৫ পর্যায়ের ক্রিকেটে। সে তথ্য অনুযায়ী নেপালের অধিনায়ক রাজুর বর্তমান বয়স হওয়ার কথা ২৪ বা ২৫ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুস্তব পাওয়ার লিখেছেন, ‘আমরা মুম্বাইয়ের হয়ে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের ক্রিকেট খেলেছি। আর এখন সে নেপালের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। অথচ সে সময় আমরা যাঁরা একসঙ্গে খেলেছিলাম, তাঁদের সবারই বয়স ২৪ বা ২৫ বছর। মুম্বাইয়ে আমরা তাঁকে চিনতাম রাজু শর্মা নামে। অথচ নেপালে তাঁর নাম রাজু রিজাল।’ অফিশিয়াল রেকর্ড অনুযায়ী নেপাল অধিনায়কের জন্মতারিখ দেওয়া হয়েছে ২৬ সেপ্টেম্বর-১৯৯৬।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সরাসরি কোনো উত্তর দেননি রাজু। ভারতের একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকউইজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। কাজেই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না।’ এখন পর্যন্ত ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১,৪৪৯ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্বও ভালোভাবে পালন করে যাচ্ছেন তিনি।
এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেই নেপাল পেয়েছে দাপুটে জয়। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে অবশ্য হেরে গেছে ভারতের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে নেপালকে।