মুস্তাফিজকে নিয়ে ‘আলাদা’ পরিকল্পনা
কাটার বা উল্টো দিকে হাত ঘুরিয়ে বল করতে গিয়ে বেশ কিছুদিন ধরেই বাঁ কাঁধে ব্যথা অনুভব করছেন মুস্তাফিজুর রহমান। খুলনায় জাতীয় দলের ক্যাম্পে থাকলেও ফিজিওর অধীনে চলছে তাঁর আলাদা পুনর্বাসন প্রক্রিয়া। এ কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। তাই কিছুটা সংশয় তৈরি হয়েছে ঘরের মাঠে এই ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া এশিয়া কাপে তিনি খেলতে পারবেন কি না।
অবশ্য প্রধান নির্বাচক ফারুক আহমেদ আশাবাদী, এশিয়া কাপে খেলতে পারবেন মুস্তাফিজ। আর সেই পরিকল্পনায় তিনিও আছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ ঢাকায় বসছে এশিয়া কাপ টি-টোয়েন্টি। তার আগেই মুস্তাফিজ সেরে উঠতে পারবেন? এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক বলেন, “এটা ঠিক, মুস্তাফিজের চোট এখনো আছে। তবে একটা ‘বিশেষ’ বল করার সময়ই তার অস্বস্তি বোধ হয়। কিন্তু আমার মনে হয়, এশিয়া কাপে খেলতে তার খুব একটা সমস্যা হবে না। এখনো সময় আছে, এরই মধ্যে নিশ্চয়ই তার অবস্থার আরো উন্নতি হবে।”
এশিয়া কাপের পরপরই ৮ মার্চ থেকে ৩ এপ্রিল হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বুধবার ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়েছে মুস্তাফিজকে।
এ দুটি আসর সামনে রেখে মুস্তাফিজকে নিয়ে আলাদা করেই পরিকল্পনা করছেন বলেও জানান বিসিবির প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘মুস্তাফিজ এমন একজন বোলার, সে যেকোনো দলের জন্যই একটা বড় সম্পদ। হয়তো চোটের কারণে তাকে নিয়ে সংশয় তৈরি হতে পারে। কিন্তু এটুকু বলতে পারি, এশিয়া কাপের পরিকল্পনায় ভালোভাবেই বিবেচনায় আছে সে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তো রাখা হয়েছেই।’
চোটের কারণে মুস্তাফিজ গত জানুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের দলে ছিলেন না। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এখন অবশ্য জাতীয় দলের ক্যাম্পেই আছেন তিনি। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম তাঁকে আলাদা করে দেখভাল করছেন।