রোনালদোকে পেছনে ফেললেন মেসি
আগের সপ্তাহে রিয়াল মাদ্রিদকে হটিয়ে শীর্ষে উঠে গিয়েছিল বার্সেলোনা। এ সপ্তাহেও বার্সার শীর্ষস্থান হাতছাড়া হওয়ার আশঙ্কা নেই। শনিবার নিচের সারির ক্লাব এইবারকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। দুই গোল করে আরো একবার বার্সার জয়ের নায়ক লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে লিগের সর্বোচ্চ গোলদাতাও এখন আর্জেন্টাইন তারকা। মেসির গোল ৩২টি, আর রোনালদোর ৩০ গোল।
২৭ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৬৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬১। রোববার রাতে ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ লেভান্তে। শনিবার এস্পানিয়লের মাঠে গোলশূন্য ড্র করা আতলেতিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে ভ্যালেন্সিয়া।
এইবারের মাঠে ৩১ মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে দেন মেসি। ৫৫ মিনিটে চারবারের ফিফা বর্ষসেরার দ্বিতীয় গোলের জন্ম হেড থেকে, ইভান রাকিতিচের ক্রসে।
আগামী সপ্তাহে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে বার্সেলোনা। ‘এল ক্লাসিকো’র আগে এইবারের বিপক্ষে পাওয়া জয় মেসি-নেইমারদের নির্ভার রাখবেই।