দারুণ একটি রেকর্ড গড়লেন মিরাজ
একজন অধিনায়ক যে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন তার বড় একটি উদাহরণ মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক এবারের যুব বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই নিজে পারফর্ম করে দলের অন্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন। সে ধারাবাহিকতায় দারুণ একটি রেকর্ডও করে ফেললেন এই তরুণ অলরাউন্ডার।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৫৩ রান করে টানা তিন ম্যাচে অর্ধশতক করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এর আগে কোয়ার্টার ফাইনালে নেপাল (৫৫*) এবং সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের (৬০) বিপক্ষেও দুটি অর্ধশতক ছিল তাঁর।
যুব বিশ্বকাপে এর আগে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান পারেননি টানা তিন ম্যাচে অর্ধশতক করতে। দল বড় কোনো সাফল্য না পেলেও মিরাজের এই কীর্তি দেশের জন্য ছোট হলেও একটা অর্জন।
এর আগে মাঝখানে নামিবিয়ার বিপক্ষে একটি ম্যাচ বাদ দিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও তাঁর একটি অর্ধশতক ছিল। সব মিলিয়ে এবারের আসরে মিরাজের চারটি অর্ধশতক রয়েছে। তাই তাঁকে বাংলাদেশের সবচেয়ে সেরা পারফরমার বললেও ভুল বলা হবে না।
শুধু রেকর্ডই গড়েননি বাংলাদেশ অধিনায়ক, ব্যাট ও বল হাতে দারুণ সাফল্য দেখিয়েছেন। ৬০.৫০ গড়ে ব্যাট হাতে ছয় ম্যাচ থেকে তাঁর সংগ্রহ ২৪২ রান। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর অবস্থান দ্বিতীয়। সামন ম্যাচে ২৫৯ রান করে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন নাজমুল হোসেন শান্ত।
শুধু ব্যাট হাতেই মিরাজ সাফল্য দেখাননি, বল হাতেও বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন তিনি। ছয় ম্যাচে তিনি নিয়েছেন ১২ উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন ১৩ ও সালেহ আহমেদ শাওনও নিয়েছেন ১২ উইকেট।