মেসির আরেকটি কীর্তি
লা লিগায় একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। স্প্যানিশ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন আগেই। শনিবার এলচের বিপক্ষে জোড়া গোল করে আরেকটি রেকর্ড স্পর্শ করেছেন আর্জেন্টাইন ফুটবল-জাদুকর।
গত নভেম্বরে তেলমো জারাকে পেছনে ফেলে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্মান অর্জন করেছিলেন মেসি। এবার সেই জারারই বহুদিন ধরে অক্ষত থাকা এক রেকর্ড স্পর্শ করলেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
১৯৪০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ম্যাচে ৭৭ বার জোড়া গোল করেছিলেন জারা। লা লিগায় জোড়া গোল করার এই রেকর্ড দীর্ঘ ৬০ বছর ধরে এককভাবে স্পেনের সাবেক এই স্ট্রাইকারের দখলে ছিল। এলচের বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। লা লিগায় এটি মেসিরও ৭৭তম জোড়া গোল। স্প্যানিশ লিগে আরেকবার ম্যাচে দুই গোল করতে পারলেই জারাকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন বার্সেলোনা তারকা।
লা লিগার এক মৌসুমে সবচেয়ে বেশি ৫০টি গোল করার রেকর্ডও মেসির অধিকারে। ২০১১-১২ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন তিনি। সেই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর ৬০ ম্যাচে ৭৩ গোল এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও। ক্লাব-জাতীয় দল মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে জার্মান-কিংবদন্তি জার্ড মুলারের সবচেয়ে বেশি গোলের (৮৫টি) রেকর্ডও ভেঙে দিয়েছেন মেসি, ২০১২ সালে ৮৬ গোল করে।
লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড অবশ্য আপাতত মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। রিয়াল মাদ্রিদের হয়ে লিগে ২৩টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। ২২টি হ্যাটট্রিক নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসি।