মেসিদের কথা উঠতেই ক্ষেপে গেলেন রোনালদো
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা আবার তাঁর চোখের সামনে দিয়ে জিতে নিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। গত মৌসুমে রোনালদোর রিয়াল মাদ্রিদও ছিল শিরোপাবঞ্চিত। ট্রেবলজয়ী বার্সেলোনা এবারের মৌসুমেও দেখিয়ে চলেছে দুর্দান্ত নৈপুণ্য। মেসি-নেইমার-সুয়ারেজকে নিয়ে গড়া বার্সার ত্রিফলা আক্রমণভাগের জয়জয়কার চলছে ফুটবলবিশ্বে। রোনালদোর যে ব্যাপারটা খুব বেশি পছন্দ হচ্ছে না, তা সম্প্রতি খুব ভালোই বোঝা গেল। মেসি-নেইমার-সুয়ারেজদের প্রসঙ্গ উঠতেই বেশ ক্ষেপে গেছেন রিয়ালের পর্তুগিজ তারকা রোনালদো। ঝাঁজালো ভাষায় জবাব দিয়েছেন সাংবাদিকদের।
২০১৩ সালে রিয়াল মাদ্রিদ যখন ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে গ্যারেথ বেলকে দলে ভিড়িয়েছিল, তখন বেশ ভালোই সাড়া পড়ে গিয়েছিল ফুটবলবিশ্বে। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলের ত্রিফলা আক্রমণভাগের সামনে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্নভিন্ন হয়ে যাবে, এমন সম্ভাবনার কথা বলেছিলেন অনেকেই। বেনজেমা-বেল-ক্রিশ্চিয়ানোর এই দারুণ জুটিকে আদর করে ডাকা শুরু হয়েছিল ‘বিবিসি’ নামে। ২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে শিরোপা জিতে নজরও কেড়েছিল রিয়ালের ‘বিবিসি’ আক্রমণভাগ। কিন্তু তার পর থেকে অনেকটাই নিষ্প্রভ হয়ে গেছেন বেল-বেনজেমা-রোনালদোরা।
অন্যদিকে ২০১৪ সালে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের আগমনের পর বার্সেলোনা হয়ে উঠেছে আরো দুর্দান্ত। মেসি-সুয়ারেজ-নেইমারদের দুর্দান্ত ত্রিফলা আক্রমণভাগ প্রতিমুহূর্তে যেন নিজেদের নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। সম্প্রতি ‘এমএসএস’-খ্যাত বার্সার আক্রমণভাগের দারুণ সাফল্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল রোনালদোকেও। কিন্তু সাংবাদিকদের সেই প্রশ্ন শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছেন পর্তুগিজ তারকা। মাঠের বাইরে মেসি-নেইমার-সুয়ারেজদের সম্পর্ক ভালো থাকার কারণেই তাঁরা মাঠে দারুণ নৈপুণ্য দেখাতে পারছেন কি না, এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেছেন, ‘আমরা কীভাবে জানি তাদের সম্পর্কটা ভালো? কারণ এ রকমটা পত্রিকায় লেখা হয়। আমার কোনো প্রয়োজন নেই বেনজেমার সঙ্গে ডিনার করার বা বেলের কোনো প্রয়োজন নেই আমার বাড়িতে আসার। আমাদের যা করার মাঠেই করতে হয়। এ জন্য আমাদের একে অপরকে চুম্বন করার কোনো প্রয়োজন নেই। মাঠের বাইরের সম্পর্কের কোনো অর্থ নেই আমার কাছে।’
সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবেও রোনালদো দারুণ চটেছেন। ২০১৫ সালের ২৯ নভেম্বরের পর থেকে রোনালদো একটিও গোল করতে পারেননি প্রতিপক্ষের মাঠে গিয়ে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোমার বিপক্ষে খেলতে যাওয়ার আগে এই পরিসংখ্যান তাঁকে মনে করিয়ে দিয়েছিলেন এক সাংবাদিক। তার জবাবে ক্ষুব্ধ হয়ে রোনালদো বলেছেন, ‘আমি স্পেনে আসার পর প্রতিপক্ষের মাঠে গিয়ে আমার চেয়ে বেশি গোল আর কে করতে পেরেছে? একজনের নাম বলেন যে আমার চেয়ে বেশি গোল করেছে। কোনো উত্তর নেই? ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।’
এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত রোনালদো করেছেন ৩২টি গোল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে করেছেন ২১টি গোল। প্রতিপক্ষের মাঠে গিয়ে করেছেন ১১টি।