ব্যাটিংয়ে এগিয়ে সাঙ্গাকারা, বোলিংয়ে স্টার্ক
বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ক্রিকেটেও টানা চার ম্যাচে সেঞ্চুরি কারো ছিল না। সেই অসামান্য কীর্তি গড়ে কুমার সাঙ্গাকারা এখন ইতিহাসের পাতায়। বাংলাদেশ-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি শ্রীলঙ্কার অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে গেছে রান সংগ্রাহকদের শীর্ষেও। বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে সাঙ্গাকারার রান সবচেয়ে বেশি। সেরা ব্যাটসম্যানদের তালিকায় মাহমুদউল্লাহর পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের বিশাল প্রাপ্তি। বোলিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
এবারের বিশ্বকাপে ৫০০ রান করতে আর মাত্র চার রান দরকার সাঙ্গাকারার। ৬ ম্যাচে চারটি শতকসহ ৪৯৬ রান করা ‘সাঙ্গা’র গড় অবিশ্বাস্য—১২৪! ৪৩৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় জানানো জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। তৃতীয় ও চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (৪১৭) ও শ্রীলঙ্কার আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান (৩৯৫)। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান (তা-ও টানা দুই ম্যাচে) মাহমুদউল্লাহ ৫ ম্যাচ খেলে ৮৬ গড়ে ৩৪৪ রান করেছেন। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে না গেলে রানটা আরো বাড়তেও পারত।
ব্যাটিংয়ে সেরা পাঁচে ক্রিস গেইলের না থাকা একটু বিস্ময়কর। ওয়েস্ট ইন্ডিজের ‘বিধ্বংসী’ ওপেনার অবশ্য সেরা দশেও নেই! বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান (জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫) গেইলের বাকি ম্যাচগুলোর পারফরম্যান্স অনুজ্জ্বল। ৫ ম্যাচে ২৭৯ রান নিয়ে তাই তিনি তালিকার দ্বাদশ স্থানে।
বোলিংয়ে অনুমিতভাবেই পেসারদের জয়জয়কার। শীর্ষে থাকা স্টার্ক ৫ ম্যাচে মাত্র ৮.৫০ গড়ে ১৬ উইকেট নিয়েছেন। তাঁর ইকোনোমি রেটও দুর্দান্ত—৩.৬৭। ১৫ উইকেট আছে তিন জনের—ভারতের মোহাম্মদ সামি, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও স্কটল্যান্ডের জশ ডেভির। ১৪টি উইকেট নিয়ে তাঁদের পরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের জেরম টেলর ও পাকিস্তানের ওয়াহাব রিয়াজ।
রান-বন্যার এই বিশ্বকাপে টিম সাউদির কীর্তির কথাও বলতে হবে। বিশ্বকাপে মাত্র চতুর্থ বোলার হিসেবে এক ম্যাচে সাত উইকেট নেওয়ার কৃতিত্ব নিউজিল্যান্ডের এই পেসারের। সাউদির (৭/৩৩) তোপে ইংল্যান্ডকে মাত্র ১২৩ রানে গুঁড়িয়ে কিউইরা পেয়েছিল আট উইকেটের সহজ জয়।
গ্রুপ পর্বের সেরা ব্যাটসম্যান
ব্যাটসম্যান ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০/৫০
কুমার সাঙ্গাকারা ৬ ৪৯৬ ১২৪ ১২৪.০০ ৪/০
ব্রেন্ডন টেলর ৬ ৪৩৩ ১৩৮ ৭২.১৬ ২/১
এবি ডি ভিলিয়ার্স ৬ ৪১৭ ১৬২* ৮৩.৪০ ১/২
তিলকারত্নে দিলশান ৬ ৩৯৫ ১৬১* ৭৯.০০ ২/১
মাহমুদউল্লাহ ৫ ৩৪৪ ১২৮* ৮৬.০০ ২/১
গ্রুপ পর্বের সেরা বোলার
বোলার ম্যাচ উইকেট সেরা গড় ইকোনমি
মিচেল স্টার্ক ৫ ১৬ ৬/২৮ ৮.৫০ ৩.৬৭
মোহাম্মদ সামি ৫ ১৫ ৪/৩৫ ১২.৬০ ৪.৩৯
ট্রেন্ট বোল্ট ৬ ১৫ ৫/২৭ ১৫.৬০ ৪.১৭
জশ ডেভি ৬ ১৫ ৪/৬৮ ২০.৭৩ ৬.২২
জেরম টেলর ৬ ১৪ ৩/১৫ ১৮.৩৫ ৫.০৮
ওয়াহাব রিয়াজ ৬ ১৪ ৪/৪৫ ২২.৪২ ৫.৪৯