স্কয়ার ড্রাইভ
বাংলাদেশের সমস্যা শুধু ধারাবাহিকতায়
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন। তবে গ্রুপ পর্বের পারফরম্যান্স বিচার করতে হলে আমি বলব, শুধু মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের ধারাবাহিকতা ছিল। বিশেষ করে মাহমুদউল্লাহ অসাধারণ খেলেছে। এই মুহূর্তে সে-ই আমাদের সেরা ক্রিকেটার। কোয়ার্টার ফাইনালেও সে জ্বলে উঠবে, এমন প্রত্যাশা করি।
মুশফিকের ব্যাটেও ধারাবাহিকতা ছিল। তবে অন্য কোনো ব্যাটসম্যান ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেনি। বিশেষ করে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ছন্দহীনতা আমাদের দলের জন্য বড় দুশ্চিন্তা। একই কথা বোলারদের ক্ষেত্রেও প্রযোজ্য। রুবেল হোসেন ও মাশরাফি বিন মুর্তজা দু-একটি ম্যাচ ভালো খেললেও তাদের মধ্যে ধারাবাহিকতার অভাব ছিল।
অথচ স্কটল্যান্ডের বোলার জশ ডেভি ৬ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সেরা পাঁচ বোলারের মধ্যে আছে। সেই তুলনায় আমাদের বোলারদের পারফরম্যান্স তেমন ভালো বলা যাবে না। তাই বলে বাংলাদেশ দলের অর্জনকে আমি খাটো করে দেখছি না। আমি শুধু বলতে চাই আমাদের দলের আরো ভালো খেলার সামর্থ্য আছে। আমাদের সমস্যা শুধু ধারাবাহিকতায়।
আমার মতে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ভালো খেলেছে নিউজিল্যান্ড। তার পরই ভারতকে রাখব আমি। ভারতকে একটা ম্যাচেও তেমন চ্যালেঞ্জের সামনে পড়তে হয়নি। ব্যাটিং-বোলিং সব বিভাগেই ভালো খেলেছে তারা।
ভালো খেলেছে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়াও। তবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যতটা ভালো খেলেছে বোলাররা ততটা জ্বলে উঠতে পারেনি। কুমার সাঙ্গাকারাকে নির্দ্বিধায় এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় বলা যায়।
পাকিস্তানের শুরুটা ভালো না হলেও গ্রুপ পর্বের শেষ দিকে তারা ভালো খেলেছে। আমার মনে হয়, কোয়ার্টার ফাইনালে ভালো কিছু করে ফেলতে পারে তারা।
কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দলের মধ্যে সবচেয়ে খারাপ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ আটে উঠতে পেরেছে তারা।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।