বাহরাইন-সিঙ্গাপুর লড়াই গোলশূন্য
বঙ্গবন্ধু গোল্ডকাপে শুরুটা ভালো হলো না বাহরাইনের। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপাপ্রত্যাশী দলটি সিঙ্গাপুরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
গত শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে দারুণ লড়াই করলেও থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে যায় সিঙ্গাপুর। বাহরাইনের বিপক্ষেও কয়েকটি সুযোগ পেয়েছিল তারা। কিন্তু কোনোটাই কাজে লাগাতে না পারায় সিঙ্গাপুরের সামনে বাদ পড়ার আশঙ্কা।
ফিফা র্যাংকিংয়ে সিঙ্গাপুরের (১৫৭) চেয়ে অনেক এগিয়ে থাকলেও বাহরাইন (১১০) তেমন ভালো খেলতে পারেনি। তবে একটি পয়েন্ট পেয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশটির সামনে সেমিফাইনালের হাতছানি।
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে বাহরাইন ও সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা থাইল্যান্ড। ওই ম্যাচে ড্র করলেই থাইল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে খেলবে।