মুস্তাফিজ খেলছেন না, দলে তামিম
সোমবার দুপুর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। যখন হুট করে তামিম ইকবাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নেটে অনুশীলন করতে আসেন।
তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি তামিম ফিরছেন এশিয়া কাপের দলে। ফিরলে কার জায়গায়? ঠিক তখনই খবর আসে, চোটে আক্রান্ত মুস্তাফিজ। তাঁর জায়গায় ফিরতে পারেন বাংলাদেশ দলের হার্ডহিটার ওপেনার তামিম ইকবাল।
শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্য হয়েছে। মুস্তাফিজ পাঁজরের ডান পাশে চোট পেয়ে এশিয়া কাপের দলের বাইরে চলে যান। তামিমকে নেওয়া হয়েছে তাঁর জায়গায়। রাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিতও করেছে।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছেন, রোববার শ্রীলঙ্কার বিপক্ষে পাঁজরের ডান পাশে ব্যথা পাওয়ার পর সোমবার রাজধানীর এক হাসপাতালে তাঁর এমআরআই পরীক্ষা করা হয়। তখন মূলত নিশ্চিত হওয়া যায় তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে।'
মুস্তাফিজ ৪৮ ঘণ্টা বিশ্রামে গেলে বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারছেন না তা অনেকটাই নিশ্চিত করে বলা যায়। তাই মুস্তাফিজের জায়গায় তামিমকে দলে সুযোগ দেওয়া হয়েছে।
অবশ্য এর আগে বেশ কিছুদিন ধরেই বাঁ কাঁধে ব্যথা অনুভব করছিলেন মুস্তাফিজ। বিশেষ করে কাটার বা উল্টো দিকে হাত ঘুরিয়ে বল করার সময় অস্বস্তি বোধ হচ্ছিল তাঁর। তাই গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি এই বাঁ-হাতি পেসার।
এই চোট থেকে ফিরে এশিয়া কাপের দলে সুযোগ পান মুস্তাফিজ। বাংলাদেশের পক্ষে গত তিনটি ম্যাচে খেলেও ছিলেন তিনি। কিন্তু গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাঁজরের ডান পাশে ব্যথা পেয়ে আবার তাঁকে দলে বাইরে চলে যেতে হয়েছে।
রোববার সকালেই তামিম ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকীর সংসারে আসে এক পুত্র সন্তান। সন্তানের জন্ম মুহূর্তে স্ত্রীর পাশে থাকার জন্য চলমান এশিয়া কাপের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। সোমবারই তিনি দেশে ফিরেছেন। রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।