ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ঝামেলা!
আগামী ১৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের ভেন্যু ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। অথচ ‘হাইভোল্টেজ’ ম্যাচটির জন্য কোনো রকম নিরাপত্তা দিতে নারাজ হিমাচলের সরকার। গত মাসে প্রতিবেশী পাঞ্জাব রাজ্যের একটি বিমানঘাঁটিতে পাকিস্তানি জঙ্গিদের হামলার প্রতিবাদেই তাদের এমন সিদ্ধান্ত।
জানুয়ারির প্রথম সপ্তাহে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর সাত সদস্য। আহত হয়েছিলেন অন্তত ২০ জন। কয়েকদিন লড়াইয়ের পর পাকিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত ওই বিমানঘাঁটি শত্রুমুক্ত করতে পেরেছিল ভারতের সেনাবাহিনী।
পাঞ্জাবের পাশের রাজ্য হিমাচল শহীদদের প্রতি সম্মান জানিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের কোনোরকম নিরাপত্তা দিতে রাজি নয়। হিমাচলের মুখ্যমন্ত্রী বিদর্ভ সিং ভারত-পাকিস্তান ম্যাচ অন্য কোথাও সরিয়ে নেওয়ার পক্ষপাতী। রাজ্যটির এক গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এই ম্যাচের জন্য নিরাপত্তা দিতে আমরা রাজি নই। আমরা এই একটা ম্যাচ নিয়েই শুধু উদ্বিগ্ন। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তান। আমাদের সিদ্ধান্ত প্রতিফলিত হচ্ছে হিমাচলের মানুষের অনুভূতির ওপরে।’
হিমাচল প্রদেশ সরকারের এমন সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুরের মতে, রাজ্যটি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ‘নোংরা রাজনীতি’ শুরু করেছে, ‘বিশ্বকাপের ম্যাচগুলোর ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল এক বছর আগে। হঠাৎ করে নিরাপত্তা না দেওয়ার কথা জানিয়ে আপনারা পাকিস্তানিদের ভারতের মাটিতে তাদের ক্রিকেট দলের নিরাপত্তা হুমকির আশঙ্কাকেই উস্কে দিচ্ছেন। এর সঙ্গে পুরো দেশের ভাবমূর্তি জড়িয়ে আছে।’