আজকের দিনটি স্মরণীয় করে রাখব : মুশফিক
বাকি কয়েক ঘণ্টা। একটি মাত্র ম্যাচ। জিতলেই হাতে উঠবে এশিয়া কাপের শিরোপা। সেই প্রত্যাশায় আজ মাঠে, টিভি পর্দায় তাকিয়ে থাকবে কোটি কোটি চোখ। সেই প্রত্যাশা পূরণ করতে মুখিয়ে আছেন ক্রিকেটাররাও। তাঁদের একজন মুশফিকুর রহিম। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে জিতে নিজের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান তিনি।
আজ রোববার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিক জানিয়েছেন তাঁর ইচ্ছার কথা। তিনি বলেন, ‘যেহেতু ফাইনালে খেলছি, সেহেতু সেটি আমাদের সবার জন্যই বড় একটা উপলক্ষ। আর ব্যক্তিগত জায়গা থেকে দেখতে গেলে এটি আমার ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। আমি জানি, এখন পর্যন্ত বড় কিছু করতে পারিনি। এর পরও দয়া করে আমার এবং দলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, আজকের দিনটি স্মরণীয় করে রাখব। সবার সঙ্গে মাঠে দেখা হবে।’
আরেক স্ট্যাটাসে মুশফিক বলেন, ‘আল্লাহর রহমতে এতদূর যেহেতু আসতে পেরেছি, ইনশাআল্লাহ শেষটাও ভালো হবে। চলো বাংলাদেশ!’
এরও আগে দেওয়া স্ট্যাটাসে মুশফিক বলেন, ‘ফাইনাল ম্যাচে বাংলাদেশ দল শেষ বল পর্যন্ত চেষ্টা করবে আপনাদের মুখে হাসি ফোটানোর। দোয়া করবেন যাতে ভাগ্য সহায় হয়...।’