সব হিসাব পাল্টে দিলেন মাহমুদউল্লাহ
১৩তম ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৭৮, উইকেট হারিয়েছে পাঁচটি। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা দেখে মনে হয়েছিল এ দিন বুঝি বাংলাদেশ লড়াই করার পুঁজিও গড়তে পারবে না। হয়তো দলের ইনিংস শতরানও পেরুতে পারবে না।
পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাজঘরে ফিরে গেলে এই সংশয়টা আরো জোরালো হয়। কিন্তু ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানের সঙ্গে মাহমুদউল্লাহ জুটি বাঁধলে ধীরে ধীরে এই হিসাবটা পাল্টাতে শুরু করে।
বিশেষ ম্যাচের ১৩তম ওভারে ১৪ রান তুলে দলকে আশার আলো জাগিয়ে দেন মাহমুদউল্লাহ। কিন্তু সব হিসাব পাল্টে যায় ১৪তম ওভারে গিয়ে। তরুণ পেসার হার্দিক পান্ডিয়ার সেই ওভারে মাহমুদউল্লাহ রীতিমতো ঝড় তোলেন, চার-ছক্কার ফুলঝুরিতে।
সেই ওভারটি এমন ছিল, ৪+৬+২+৬+১+১+১=২১ রান। এই একটি ওভারে পুরো ম্যাচের চিত্রটাই পাল্টে দেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ শুধু নিজের ঝুলিটাকেই সমৃদ্ধ করেননি, দলের ইনিংসটাকেও নিয়ে গেছেন একটা সম্মানজনক পর্যায়ে, যেটি শেষ পর্যন্ত দলকে লড়াই করার পুঁজি এনে দেয়।
ষষ্ঠ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ ও সাব্বির ৪৫ রান যোগ করে প্রতিপক্ষের সামনে ১২১ রানের লক্ষ্য ছুড়ে দেন। মাহমুদউল্লাহ ৩৩ রানে অপরাজিত ছিলেন, মাত্র ১৩ বল খরচ করে দুটি ছক্কা ও দুটি চার দিয়ে ইনিংসটাকে সাজিয়ে।
মাহমুদউল্লাহকে মূল্যবান সহায়তা দিয়ে গিয়ে সাব্বির রহমানও শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ২৯ বলে ৩২ রান করে। তিনি ফর্মের ধারাবাহিকতাও অব্যাহত রেখেছেন।