টুর্নামেন্ট-সেরা সাব্বির
দল জিতলে অর্জনটি নিঃসন্দেহে আরো উপভোগ করতেন সাব্বির। তবে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে টুর্নামেন্ট-সেরার পুরস্কার জেতা কোনো ছোট অর্জন নয় মোটেই। ভারতের লম্বা ব্যাটিং লাইনআপ টপকে পাঁচ ম্যাচে ১৭৬ রান করে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাব্বির।
বাছাইপর্বের ম্যাচগুলো হিসাবে নিয়ে সবার আগে হংকংয়ের বাবর হায়াত। মাত্র তিনটি ম্যাচ খেলে ১৯৪ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর ব্যাট থেকেই এসেছে এবারের এশিয়া কাপের একমাত্র শতক।
রোববার ফাইনালের আগ পর্যন্ত মূলপর্বের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দিনেশ চান্দিমালের (১৪৯ রান) পর টিকে ছিলেন সাব্বির (১৪৪) ও ভারতের রোহিত শর্মা (১৩৭)।
ফাইনালে মাত্র এক রান করে রোহিত আউট হয়ে যান। সাব্বির খেলেন দুই বাউন্ডারিতে ২৯ বলে ৩২ রানের দুর্দান্ত একটি ইনিংস।
মূলপর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪০ রানের ঝলমলে ইনিংস খেলার পর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাব্বির খেলেন ৫৪ বলে ৮০ রানের ম্যাচ জেতানো ইনিংস। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে করেন ৬ ও ১৪ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ৮০ রানের চোখ-ধাঁধানো ইনিংসটি ছিল দেখার মতো।
ফাইনালের ম্যাচ বাদ দিলে ১৯ টি-টোয়েন্টিতে প্রায় ৩৩ গড়ে সাব্বিরের রান ৪৫৭।
টুর্নামেন্ট-সেরা হয়ে সাব্বির জিতেছেন ১২ হাজার ৫০০ ডলার।
এ ছাড়া ৪৪ বলে ৬০ রান করে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের ওপেনার শেখর ধাওয়ান। ধাওয়ান জিতেছেন সাত হাজার ৫০০ ডলার পুরস্কার।