অবশেষে ব্যাটিংয়ে ওপরে এলেন মাহমুদউল্লাহ
টি-টোয়েন্টিতে সচরাচর ছয় নম্বরে ব্যাট করে থাকেন মাহমুদউল্লাহ। বিশ ওভারের ক্রিকেটে এই সময়ে এসে ভালো কিছু করা একজন ক্রিকেটারের পক্ষে অনেকটাই অসম্ভব। বিশেষ করে এশিয়া কাপের ফাইনালে সাত নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ যখন মাত্র ১৩ বলে ৩৩ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন, তখনই আলোচনায় আসে তাঁকে কেন আরো ওপরে তুলে খেলানো হচ্ছে না।
এশিয়া কাপের ফাইনালের পর বাংলাদেশ অধিনায়ক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ব্যাটিং অর্ডারের মাহমুদউল্লাহকে আরো ওপরে খেলানোর পক্ষে মত দিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও সেই পথে হেঁটেছে। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছে। এদিন মাহমুদউল্লাহ পাঁচ নম্বরে ব্যাপ করতে নেমেছেন।
তাই মুশফিকুর রহিমকে পঞ্চম স্থান ছেড়ে দিয়ে ষষ্ঠ স্থানে নামতে হয়েছে। অবশ্য ব্যাটিং অর্ডারে এই পরিবর্তন এনে খুব একটা লাভবান হয়নি বাংলাদেশ। মাহমুদউল্লাহ মাত্র ১০ রান করে ফিরে গেছেন, আর মুশফিক শূন্য রানে আউট হয়েছেন।
অবশ্য এদিন এক তামিম ছাড়া আর কোনো ব্যাটসম্যানস খুব একটা সাফল্য পাননি। অন্য ব্যাটসম্যানরা যখন আসা-যাওয়ার দলে তখন তামিম অসাধারণ দৃঢ়তা দেখিয়ে এক পাশ আগলে রেখেছেন।