‘মুস্তাফিজকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করব’
পাঁজরের ডান পাশে ব্যথা পেয়ে এশিয়া কাপের মাঝপথে দল থেকে ছিটকে পড়েন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও একই করণে প্রথম নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এই বাঁ-হাতি পেসার। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে আসরের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছেই।
বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, মুস্তাফিজ এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। সে কারণে সংশয়টা আরো জোরালো হয়ে উঠেছে শুক্রবার এই বাঁ-হাতি পেসারের মাঠে নামা নিয়ে।
বৃহস্পতিবার ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘সর্বশেষ খবর অনুযায়ী মুস্তাফিজ শতভাগ ফিট নয়। তারপরও আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। শুক্রবার সকাল পর্যন্ত দেখার পরই আমরা সিদ্ধান্ত নেব আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে কি না।’
জাতীয় দলের অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও মুস্তাফিজের খেলার ব্যাপারে নিশ্চিত করে বলতে পারছেন না। এ ব্যাপারে তিনি বলেন, ‘মুস্তাফিজের যে ধরনের চোট, তাঁকে অন্তত আড়াই সপ্তহ বিশ্রামে থাকতেই হবে। তাই পরের ম্যাচে সে খেলতে পারবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
গত ২৮ ফেব্রুয়ারি এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলার সময় পাঁজরের ডান পাশে ব্যথা পান মুস্তাফিজ। এরই মধ্যে প্রায় দুই সপ্তাহ বিশ্রামে ছিলেন তিনি। পুরোপুরি ফিট না হলে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হতে পারে বর্তমান সময়ে বাংলাদেশের সেরা বোলারকে।