‘ইউ আর ইন লাভ উইথ মুস্তাফিজ’, সাংবাদিককে মাশরাফি
ধর্মশালায় আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচটিতে ব্যাট-বলের লড়াই হয়নি বললেই চলে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে বাংলাদেশের সর্বশেষ ম্যাচটি নিয়ে আলাপ করার উপাদানও ছিল কম। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অনেকেই আগ্রহী ছিলেন দলের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে। আর তেমনই এক প্রসঙ্গ ছিল মুস্তাফিজুর রহমান। তরুণ এই বাঁহাতি পেসারের ইনজুরি প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাসি খেলে যায় বাংলাদেশের অধিনায়কের মুখে। হাসতে হাসতে সাংবাদিককে বলেন, ‘ইউ আর ইন লাভ উইথ মুস্তাফিজ।’
এশিয়া কাপের দুটি ম্যাচ খেলেই ইনজুরির কবলে পড়েছেন বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান। তার পর থেকে তাঁর অভাবটা যে প্রতিনিয়ত অনুভব করছেন, তা বেশ কয়েকবারই বলতে হয়েছে মাশরাফিকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেও সাংবাদিকের প্রশ্নটা ছিল প্রায় একই রকমের, ‘কতটা মিস করছেন মুস্তাফিজকে?’ বহু আলোচিত প্রশ্নটা শুনতে শুনতে মাশরাফির হয়তো মনে হয়েছিল, ‘এক কথা আর কতভাবে বলব? তার চেয়ে কিছুটা মজা করে নিলে কেমন হয়?’
প্রশ্ন পুরোপুরি শেষ না হতেই মাশরাফি দুষ্টুমিমাখা হাসি দিয়ে সাংবাদিককে পাল্টা বললেন, ‘ইউ আর ইন লাভ উইথ মুস্তাফিজ।’ সাংবাদিকও মাশরাফির এই মন্তব্যকে গ্রহণ করেছেন প্রশংসা হিসেবেই। ‘ইউ’ শব্দটা মাশরাফি বহুবাচক অর্থেও ব্যবহার করতে পারতেন। সেই সাংবাদিকের মতো আরো অনেকেই তো পড়েছেন মুস্তাফিজের প্রেমে। মজেছেন বাঁ হাতের ক্ষুরধার বোলিংয়ের জাদুতে। আর সেই ভালোবাসার মানুষটির খবর জানতে ব্যাকুল অনেকেই।
সেই উৎকণ্ঠাভরা ব্যাকুলতাও কিছুটা দূর করেছেন মাশরাফি। জানিয়েছেন, মুস্তাফিজের অবস্থা এখন অনেক ভালোর দিকে। তিনি বলেছেন, ‘সাইড স্ট্রেইন ইনজুরি পুরোপুরি কাটিয়ে উঠতে দুই থেকে তিন সপ্তাহর মতো লাগে। মুস্তাফিজের ১২ দিনের মতো হয়েছে।’ তার মানে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হলে শুরু থেকেই মাঠে পাওয়া যেতে পারে মুস্তাফিজকে।