আম্পায়ারিংয়ের মান ছিল খুবই দুর্বল : আইসিসি সভাপতি
অস্ট্রেলিয়ার মেলবোর্নে দুই আম্পায়ার - পাকিস্তানের আলিম দার আর ইংল্যান্ডের ইয়ান গুল্ডের দেওয়া ‘বিতর্কিত’ সিদ্ধান্তগুলো মাঠে বসেই দেখছেন আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। ভারতের কাছে এমন হারে আর দশজনের মতো খুবই ব্যথিত হয়েছেন তিনিও। বাংলাদেশের বিপক্ষে দেওয়া একের পর এক সিদ্ধান্ত দেখে খুবই হতাশ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এ সভাপতি।
ভারতের বিপক্ষে এই ম্যাচে খুবই দুর্বল আম্পায়ারিং হয়েছে বলেও মনে করেন আইসিসির বস। তিনি বলেন, ‘আইসিসি সভাপতি হিসেবে নয়, একজন দর্শক হিসেবে আমি বলব, এই ম্যাচে আম্পায়ারিংয়ের মান ছিল খুবই দুর্বল। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কি না, আমি জানি না। যদি ইচ্ছাকৃত করা হয়, তাহলে আইসিসি এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে।’
অবশ্য খেলা চলাকালে মুস্তফা কামাল বিসিবি কর্মকর্তাদের পরামর্শ দিয়েছিলেন এর বিরুদ্ধে অভিযোগ করতে, ‘আমি মাঠেই আমাদের খেলোয়াড়দের বলেছি, কর্মকর্তাদেরও বলেছিলাম এর বিরুদ্ধে অভিযোগ করতে। কিন্তু তারা কিছুই করেনি।’
এখন প্রশ্ন উঠেছে, যদি তা সত্যিই হয়, আইসিসি ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে? -এ ব্যাপারে আইসিসি সভাপতি বলেন, ‘এমন কাজটি যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়, তাহলে কি তারা মেনে নেবে? আসলে কেউই তা মেনে নেবে না।’
৩৪তম ওভারে সুরেশ রায়নার বিপক্ষে পরিষ্কার এলবিডব্লিউর আবেদনে সাড়া না দেওয়া এবং ৪০তম ওভারে রুবেল হোসেনের বলে রোহিত শর্মার ক্যাচ আউট হলেও সেটিকে ‘নো বল’ ঘোষণা করা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। মাহমুদউল্লাহর ক্যাচ আউটটি নিয়েও কম সমালোচনা হচ্ছে না।
এমন ‘বিতর্কিত’ সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই। এমনকি এর মধ্যে ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও রয়েছেন।