সানির জন্য দোয়া চাইলেন সাব্বির
টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে এসে যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে, তা হয়তো ঘুনাক্ষরেও ভাবেননি আরাফাত সানি ও তাসকিন আহমেদ। কিন্তু সত্যিই তেমনটা ঘটার পরে মাথা ঠাণ্ডা রেখেই পরিস্থিতি সামাল দিচ্ছে বাংলাদেশ দল। সংকটের মুহূর্তে সতীর্থদের সমর্থনটাও দারুণভাবে পাচ্ছেন সানি ও তাসকিন। আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা এই দুই বোলারকে উৎসর্গ করেই খেলতে নেমেছিলেন মাশরাফিরা। আর সাব্বির ফেসবুকের মাধ্যমে দোয়া চেয়েছিলেন চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাওয়া সানির জন্য।
নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ শেষেই বাংলাদেশের এই দুই বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন আম্পায়াররা। তড়িঘড়ি করে ধর্মশালা থেকে চেন্নাইয়ে যেতে হয়েছিল সানিকে। সেই পরীক্ষা শেষে আবার ফিরে এসে দলের সঙ্গে যোগও দিয়েছেন এই অফস্পিনার। এখন এই পরীক্ষার ফলাফলও হয়তো জানা যাবে ৩-৪ দিনের মধ্যে। সেই সময় পর্যন্ত উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশের সমর্থকদের। সবাই যেন এই বিপদের মুহূর্তে সানির পাশে থাকেন তেমন আহ্বান জানিয়েছেন সাব্বির। ফেসবুকে তিনি লিখেছেন, ‘চেন্নাইয়ে আজ বোলিং পরীক্ষা দিয়েছে আরাফাত সানি, সবাই তার জন্য দোয়া করবেন।’
সানির মতো তাসকিনকেও খুব দ্রুতই যেতে হবে পরীক্ষাগারে। আজ ওমানের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ শেষ করে চেন্নাইয়ের দিকে রওনা দেবেন তরুণ এই ডানহাতি পেসার।