ফক্স স্পোর্টসের সেরা একাদশে সাকিব ও আল-আমিন
বাংলাদেশের ক্রিকেটের এখন দারুণ সুসময়। দলীয় সাফল্য আর ব্যক্তিগত পুরস্কারের খুশির জোয়ারে ভেসে যাচ্ছে দল। সোমবার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। সেই আনন্দের রেশ মিলিয়ে যাওয়ার আগে আরেকটি সুখবর দিয়েছে ফক্স স্পোর্টস। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটটির সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান ও আল-আমিন হোসেন।
ইদানীং সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। তবু বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে ‘আলটিমেট’ একাদশে রাখতে দ্বিধা করেনি ফক্স স্পোর্টস। এ ব্যাপারে ওয়েবসাইটটির ব্যাখ্যা, ‘২০১৬ সালে সাকিব আল হাসান ব্যাট হাতে হয়তো সেরা ফর্মে নেই (১৯.১২ গড়ে ১৫৩ রান)। কিন্তু এটা তাঁকে দলের বাইরে রাখতে পারেনি। এই বাংলাদেশি অলরাউন্ডার বল হাতে দারুণ উজ্জ্বল (১৮.১২ গড়ে ১৬ উইকেট)। দলের ব্যাটিং লাইনআপ দীর্ঘ করার জন্যই তাঁকে নেওয়া হয়েছে।’
আল-আমিনের অকুণ্ঠ প্রশংসা করেছে ফক্স স্পোর্টস। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ওয়েবসাইটটি লিখেছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দুর্দান্ত পেস-ত্রিফলা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে গড়ে তুলেছে আল-আমিন হোসেন। এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলারই এ বছর টাইগারদের সবচেয়ে ধারাবাহিক বোলার (১২.৫২ গড়ে ১৭ উইকেট)। ২০১৬ সালে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় তাঁর অবস্থান দ্বিতীয়।’
ফক্স স্পোর্টসের নির্বাচিত একাদশের নেতৃত্ব থাকছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের কাঁধে। বাংলাদেশ ছাড়া ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুজন করে জায়গা পেয়েছেন এই দলে। ভারত থেকে আছেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার দুই সদস্য ডেভিড মিলার ও কাগিসো রাবাদা। উইলিয়ামসন ছাড়া নিউজিল্যান্ডের অন্য প্রতিনিধি মার্টিন গাপটিল। বাকি তিনজন হলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, পাকিস্তানের মোহাম্মদ আমির ও আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ।
ফক্স স্পোর্টসের সেরা একাদশ :
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), বিরাট কোহলি, ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, সাকিব আল হাসান, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ আমির, আল-আমিন হোসেন ও কাগিসো রাবাদা