মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন মাশরাফি
এশিয়া কাপের মাঝামাঝি পাঁজরের চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়া মুস্তাফিজুর রহমান কি আগামীকাল খেলতে পারবেন? সোমবার সন্ধ্যায় কলকাতার মাটিতে পা দেওয়ার পর থেকেই বাংলাদেশ দলকে ঘিরে প্রশ্নটা ঘুরছে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার খালেদ মাহমুদ সুজন পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজের খেলার আভাস দিয়েছেন। তবে এই প্রতিভাবান বাঁহাতি পেসারের খেলার ব্যাপারে নিশ্চিত নন মাশরাফি বিন মুর্তজা। তাঁকে নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়ার বিরুদ্ধে বাংলাদেশ অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের তিনটি ম্যাচেই দর্শক হয়ে থাকতে হয়েছিল মুস্তাফিজকে। সোমবার কলকাতায় আসার আগে ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হওয়ার সুখবর পেলেও মাঠে নামা নিয়ে এখনো অনিশ্চয়তায় তিনি।
বুধবার সুপার টেনে বাংলাদেশের প্রথম ম্যাচে মুস্তাফিজকে পাওয়া যাবে কি না তা পরিষ্কার করে বলতে পারছেন না মাশরাফিও, ‘মুস্তাফিজ নেটে বোলিং করা শুরু করেছে। তবে আমি নিশ্চিত নই পাকিস্তান ম্যাচে সে খেলতে পারবে কি না। সব কিছুই নির্ভর করছে মুস্তাফিজের ওপর। কোচ আর ফিজিওর সঙ্গে কথা বলে খেলার সিদ্ধান্তটা সে-ই নেবে।’
দলের সেরা বোলারকে নিয়ে এমন অনিশ্চয়তায় মাশরাফি ভীষণ হতাশ। সুপার টেনের শুরু থেকেই এই প্রতিভাবান বোলারকে খেলাতে উদগ্রীব বাংলাদেশ অধিনায়ক, ‘তার মানের বোলারকে দলে কে না পেতে চায়? সে-ই আমাদের সেরা বোলার। সুপার টেনের প্রত্যেক ম্যাচে আমি অবশ্যই তাকে খেলাতে চাই। তবে পুরোপুরি সেরে ওঠা পর্যন্ত আমি তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে পারি না।’