প্রেরণা হতে পারেন সাব্বির
বেশ কিছুদিন ধরেই ব্যাটহাতে উজ্জ্বলতা ছড়াচ্ছেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটেই যেন একটু বেশি হাসছে সাব্বির রহমানের ব্যাট। চলমান এই ২০১৬ সালে বাংলাদেশ দলের এই তরুণ ব্যাটসম্যানের দুর্দান্ত পারফরম্যান্স যে কারো জন্যই প্রেরণা হতে পারে।
গত জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ৪৬ রানের অসাধারণ একটি ইনিংস দিয়ে বছরটি শুরু করেছিলেন সাব্বির। সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত খেলা ১৩টি ম্যাচে খেলে বাংলাদেশের পক্ষে একমাত্র ক্রিকেটার হিসেবে চার শতাধিক রান করেছেন তিনি।
গতকাল বুধবার ইডেন গার্ডেনসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ২৫ রান করে এই অনন্য রেকর্ড গড়েন বাংলাদেশ দলের এই ওয়ানডাউন ব্যাটসম্যান। এ বছর টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচ থেকে তিনি করেছেন ৪১৩ রান।
সাব্বিরের ব্যাট সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল গত এশিয়া কাপে, পাঁচ ম্যাচে ১৭৬ রান করে তিনি টুর্নামেন্ট সেরার পুরস্কারটিও পেয়েছেন। তার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছিল ৮০ রানের একটি অসাধারণ ইনিংস। ঢাকার ক্রিকেটপ্রেমীদের হয়তো অনেকদিন মনে থাকবে তাঁর সেই দুর্দান্ত ইনিংসটির কথা।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব একটা খারাপ খেলছেন না তিনি। এখন পর্যন্ত খেলা চার ম্যাচে ৯৭ রান করেছেন। যার মধ্যে ধর্মশালায় বাছাই পর্বে ওমানের বিপক্ষে রয়েছে ৪৪ রানের একটি চমৎকার ইনিংস।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তাঁর। সেই থেকে এখন পর্যন্ত ২৩টি ম্যাচ খেলে করেছেন ৫৫৪ রান। গত তিন মাসে তিনি যে রান করেছেন, তার চেয়ে অনেক কম রান করেছেন এর আগের দুই বছরে, মাত্র ১৪১ রান।
তাই বলাই যায় এই বছরটি সাব্বিরের জন্য পয়মন্ত। যা অন্য ব্যাটসম্যানদের জন্য প্রেরণাও হতে পারে।