প্রেরণা হতে পারে নাসিরের সেই শতকই
ভারতের মাটিতে বাংলাদেশের খুব কম ক্রিকেটারেরই খেলার অভিজ্ঞতা রয়েছে। আর এই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে বর্তমান জাতীয় দলের চার ক্রিকটারের।
তাঁরা হলেন সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসির হোসেন ও আল আমিন হোসেনের।
না জাতীয় দলের হয়ে নয়, গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এই মাঠে খেলে গিয়েছিলেন তাঁরা।
তবে আজ এই চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের জন্য বড় প্রেরণা হতে পারে এই মাঠে অলরাউন্ডার নাসির হোসেনের করা দারুণ একটি শতক। ভারতের ‘এ’ দলের বিপক্ষে গত বছরের ১৮ সেপ্টেম্বর ওয়ানডে ম্যাচে চমৎকার শতকটি করেছিলেন তিনি।
মাত্র ৯৬ বলে ১০২ রানের ইনিংসটি খেলেছিলেন নাসির। ১২টি চার ও একটি ছক্কা দিয়ে সেই ইনিংসটি সাজিয়েছিলেন তিনি। তাঁর সেই অসাধারণ শতকের ওপর ভর করে সেই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল ৬৫ রানে জিতেছিল।
পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে হারিয়ে বাংলাদেশ দল যখন অনেকটা ভেঙে পড়েছে, ঠিক তখনই এই মাঠে নাসিরের সেই দুর্দান্ত শতক বাংলাদেশের জন্য প্রেরণা হতে পারে।
অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আজ নাসির একাদশে থাকছেন কি না তা এখনো নিশ্চিত নয়। যদিও টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ তিনিই। বাঁ-হাতি স্পিনার সাকলাইন সজীব রোববার বিকেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি যদি ফিট থাকেন সেই ক্ষেত্রে আরাফাত সানির জায়গায় নাসিরকে না খেলিয়ে সাকলাইন সজীবকে খেলানো হতে পারে।
অবশ্য তা নির্ভর করছে খেলার আগে ফিটনেস পরীক্ষার ওপর। দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে সাকলাইন ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
এ ছাড়া অলরাউন্ডার শুভাগত হোম সাকলাইনের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন, রোববার সকালে। টিম ম্যানেজমেন্ট সূত্র বলছে, বড় কোনো পরিবর্তন না এলে এই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম।