'তামিমের না থাকাটা দলের জন্য বড় ধাক্কা'
এমিনতেই পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি নিষিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশ দলের অবস্থা বেশ টালমাটাল। তার ওপর হুট করে বড় ধাক্কা হয়ে এলো ওপেনার তামিম ইকবালের অসুস্থতা। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এই বাঁহাতি ওপেনারকে না পাওয়া দলের জন্য কিছুটা ক্ষতিরই বলে মানে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
একেতো তামিম দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তার ওপর দারুণ ফর্মে আছেন তিনি। একটি শতক সহ চার ম্যাচে ২৫৭ রান করে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন এই মারকুটে ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁকে না পাওয়া বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতিরই বটে।
সোমবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'এই ম্যাচে তামিমের মতো খেলোয়াড়ের অভাব অনেক বেশি অনুভব হয়েছে আমাদের। সে না থাকাটা আমাদের জন্য যেমন একটা ক্ষতির, তেমনি বড় ধাক্কাও বটে। সে থাকলে আমাদের জন্য ভালো হতো।'
তবে তাঁকে পাওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত চেষ্টা করেছে বলেও জানান তিনি, 'সোমবার সকাল থেকেই তাঁর অসুস্থতা (পেটের পীড়া) বেড়ে যায়। দুপুর পর্যন্ত আমরা তাঁর জন্য অপেক্ষা করেছি। কিন্তু মাঠে এসে একটা দৌড় দেওয়ার পরই সে জানিয়ে দেয়, এই ম্যাচে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। তাই তাঁকে নিয়ে বেশি ঝুঁকি নেওয়া হয়নি।'