বাংলাদেশের বিপক্ষে রানরেট নিয়েও চিন্তায় ধোনি
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য মরিয়া ভারত। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাতে পারলেও সুপার টেনের দ্বিতীয় গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পাওয়াটা যে মোটেই সহজ হবে না, তা খুব ভালোমতোই বুঝতে পারছেন ভারতের ক্রিকেটাররা। বুধবার বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে তাই শুধু জয় নয়, রানরেট নিয়েও চিন্তা করতে হচ্ছে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
এশিয়া কাপে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশ গিয়েছিল ফাইনাল পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেও অনেকেই বলেছিলেন, বাংলাদেশকে দেখা যেতে পারে সেমিফাইনালে। তবে সুপার টেনের প্রথম দুটি ম্যাচ হেরে সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। দলের দুই সেরা বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির ওপর নিষেধাজ্ঞার পর মানসিকভাবেই কিছুটা বিধ্বস্ত অবস্থাতেই আছে বাংলাদেশ শিবির। বুধবার স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার আগে তাই বাড়তি কোনো প্রত্যাশার চাপ নেই মাশরাফিদের সামনে।
কিন্তু স্বাগতিক ভারতের ক্রিকেটারদের মাঠে নামতে হবে পাহাড়সম চাপ নিয়ে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে হারের স্বাদ পেতে না হলেও নিজেদের দিনে মাশরাফি-সাকিবরা যে যেকোনো দলের জন্যই হুমকি হয়ে উঠতে পারেন, তা নতুন করে বলার কিছু নেই। সেই ঝুঁকি তো আছেই ধোনিদের সঙ্গী হিসেবে। একই সঙ্গে গড় রানরেটের কথাও ভাবতে হচ্ছে ভারতীয় শিবিরকে।
ঘরের মাটিতে শিরোপা জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে ধোনিদের। আর জিততে হবে বড় ব্যবধানে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সতীর্থদের সেই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক ধোনি, ‘প্রথম ম্যাচে আমাদের রান রেট অনেক কমে গেছে। কাজেই এখন শুধু জয়ই না, রান রেটের হিসেবটাও আমাদের মাথায় রাখতে হবে।’
সুপার টেনের দুই নম্বর গ্রুপে টানা দুটি জয় দিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। রান রেটের হিসেবে ভারত আছে চতুর্থ স্থানে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দুই ম্যাচে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ।