এসব সোশ্যাল মিডিয়াতেই হয়, বললেন সাকিব
আরেকটি বিশ্বকাপ এখন চলমান। আবার আরেকটি বাংলাদেশ-ভারত ম্যাচ। বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
কে জিতবে এই ম্যাচে তা নিয়ে বেশ আলোচনা তো হচ্ছেই। আবার আগের সেই বিতর্কিত বিষয়গুলোও নিয়েও আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য এসব নাকি মোটেও স্পর্শ করে না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
রোববার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমার মনে হয় না ক্রিকেটাররা এসব নিয়ে ভাবে। আমাদের দলের কেউতো নয়ই, ভারতীয় দলের খেলোয়াড়রা তা নিয়ে ভাবে না বলে আমার বিশ্বাস। আসলে এসব সোশ্যাল মিডিয়াতেই হয়।’
গত বছর মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়া বিশ্বকাপের ভারতের কাছে বাংলাদেশর হার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সামালোচনার ঝড় উঠেছিল। মেলবোর্নে কোয়ার্টার ফাইনালের সে ম্যাচে মাহমুদউল্লাহর একটি বিতর্কিত ক্যাচ আউট এবং নো বলে রোহিত শর্মার বেঁচে যাওয়া নিয়ে আম্পায়ার এবং আইসিসির সোমালোচনা বেশি হয়েছিল এই ফেসবুক-টুইটারেই।