ভারতকে হারাতে চাই ১৪৭
টানা সাত ম্যাচ টস হারের পর আজ ভারতের বিপক্ষে ভাগ্যের লড়াইয়ে জিততে পেরেছিলেন মাশরাফি বিন মুর্তজা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের যথার্থতাও দারুণভাবে প্রমাণ করেছেন মুস্তাফিজ-আল আমিনরা। ভালো বোলিং করে ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনআপকে আটকে রেখেছেন ১৪৬ রানে। এখন ভারতকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকার জন্য ১৪৭ রান করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোই হয়েছিল ভারতের। উদ্বোধনী জুটিতে ৪২ রান জমা করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ষষ্ঠ উইকেটে এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান মুস্তাফিজুর রহমান। ১৮ রান করে ফিরে যান রোহিত। পরের ওভারে ধাওয়ানের উইকেটও তুলে নেন সাকিব। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার আগে ধাওয়ান করেছেন ২৩ রান। দ্রুতই দুটি উইকেট হারালেও তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়িয়েছিলেন সুরেশ রায়না ও বিরাট কোহলি। ক্রমশই বিপদজনক হয়ে ওঠা এই জুটি ভেঙেছেন শুভাগত হোম। বোল্ড করেছেন ২৪ রান করা কোহলিকে। এক ওভার পরে ভারতকে জোড়া ধাক্কা দিয়েছেন আল-আমিন। টানা দুই বলে তুলে নিয়েছেন রায়না (৩০) ও হার্দিক পান্ডের (১৫) উইকেট। ডিপ স্কয়ার লেগে দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন সৌম্য সরকার। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি যুবরাজ সিং। ১৭তম ওভারে মাহমুদউল্লাহর শিকার হয়ে ফিরে গেছেন মাত্র ৩ রান করে। শেষপর্যায়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১৩, রবীন্দ্র জাদেজার ১২ রানে ভর করে স্কোরবোর্ডে ১৪৬ রান জমা করেছে ভারত।
বাংলাদেশের পক্ষে ভালো বোলিং করে দুইটি করে উইকেট নিয়েছেন আল-আমিন ও মুস্তাফিজ। একটি করে উইকেট গেছে শুভাগত হোম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ঝুলিতে। কোনো উইকেট না পেলেও কৃপণ বোলিং করে ভারতকে চাপে ফেলেছিলেন অধিনায়ক মাশরাফি। চার ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ২২ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই মাশরাফিদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফুড পয়জনিংয়ের কারণে মাঠে নামতে না পারলেও আজ ভারতের বিপক্ষে দলে আছেন তামিম ইকবাল। বাদ পড়েছেন সাকলাইন সজীব। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে ভারত।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ভারত দল : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরা ও আশিস নেহরা।