এটা মাহমুদুল্লাহর জন্য শিক্ষা : ধোনি
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাত্র এক রানের ব্যবধানে গতকাল বুধবার রাতে হেরেছে বাংলাদেশ। এই শোক এখনো কাটিয়ে উঠতে পারছেন না দেশের মানুষ। আর যাঁরা মাঠে লড়াই করেছেন, তাঁদের কেমন লাগছে সেটা হয়তো ভাবনারও বাইরে।
নিজেদের ফেসবুক পেজে গতকালের খেলা সম্পর্কে বক্তব্য দিয়েছেন খেলোয়াড়রা। এর মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ তাঁর সম্পর্কে ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির বলা কিছু কথাকে তুলে দিয়েছেন ভক্তদের জন্য।
গত রাতে ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের দলের খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন মন্তব্য করেন ধোনি। এ সময় প্রতিপক্ষ দলের সম্পর্কে মন্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘মাঝেমধ্যে এটা হতে পারে। সে সময় আপনার উচিত একটা বড় দান খেলে শেষ করা। এবং যদি আপনি মনে করেন আপনাদের এখনো কিছু উইকেট বাকি আছে, মনে করেন যে অন্যরা খেলাটা শেষ করতে পারবে। এবং যখন আপনি ভালো ব্যাট করবেন, আপনার উচিত নিজের সেরা শটটা খেলা। এটা মাহমুদুল্লাহর জন্য একটা শিক্ষা। আর এটাই হলো ক্রিকেট, যদি এটা ছয় হতো তাহলে তা হতো দারুণ একটা শট। এর জন্য সাহস দরকার। আর এটাই হলো ক্রিকেট।’
এভাবেই বাংলাদেশের খেলাকে সংজ্ঞায়িত করেছেন ধোনি। তিনি বলেন, ২০০৭ সালের বিশ্বকাপে এ রকম একটি খেলা দেখেছিলেন তিনি। তবে এবারের খেলাটি ছিল সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের।
বাংলাদেশ সম্পর্কে ধোনির এই কথাগুলোই নিজের ফেসকুক পেজে নিজের আউট হয়ে ফিরে যাওয়ার ছবিসহ প্রকাশ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ সময় রাত ১টা ৭ মিনিটে এই পোস্টটি প্রকাশ করেন তিনি।