স্বাধীনতা দিবসে উজ্জীবিত লাল-সবুজের দল
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচে ভারতের বিপক্ষে হারের পরই। তাই অনেকটা আনুষ্ঠানিকতার ম্যাচে আজ শনিবার মাশরাফিরা মুখোমুখি হচ্ছেন আসরের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডের।
মহান স্বাধীনতা দিবসে লাল-সবুজের দল কলকাতার ইডেন গার্ডেনসে কিউইদের বিপক্ষে লড়তে মাঠে নামবে। মহান এই দিনে খেলতে নামবে বলে বাংলাদেশ দলের খেলোয়াড়রা একটু বেশিই উজ্জীবিত। তাই শেষটা ভালো করতে প্রত্যয়ী তাঁরা।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ফেসবুক পেজের কাভারে লাল-সবুজের পতাকার মাঝে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশ।’
পরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে মুশফিক লিখেছেন, ‘লাল-সবুজ শুধু একটি পতাকা নয়, এটি প্রতিটি বাংলাদেশির চিরন্তন পরিচয়। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
স্বাধীনতা দিবসে কিউইদের বিপক্ষের ম্যাচটি সম্পর্কে বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘আমাদের হারাবার কিছু নেই, তবে অর্জনের অনেক কিছুই এখনো আছে। দোয়া করবেন যেন শেষটা ভালো করে দেশে ফিরতে পারি। চলো বাংলাদেশ!’
স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশে ওপেনার তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘স্বাধীনতা হচ্ছে আকাশে পাখি হয়ে ওড়া। স্বাধীনতা হচ্ছে দায়িত্ববোধ। স্বাধীনতা দিবসের চেতনা আমাদের সবার মন আলোকিত করুক।’
স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদউল্লাহও। তিনি লিখেছেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না....। ২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে অগণিত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন।
এ ছাড়া সাব্বির রহমান ও তাসকিন আহমেদ দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।