দারুণ একটি রেকর্ডের সামনে সাব্বির
টি-টোয়েন্টিতে এক বছরে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড সাব্বির রহমানের। এই ২০১৬ সালেই এই রেকর্ড করেন তিনি। এ বছর অসাধারণ ক্রিকেট খেলা এই তরুণ ব্যাটসম্যান আরেকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে এখন। আর ২২ রান করলেই টি-টোয়েন্টিতে এক বছরে বিশ্বের সবচেয়ে বেশি রানা করা ক্রিকেটার হয়ে যাবেন তিনি।
এই রেকর্ডটি এখন দখলে আছে নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গাপটিলের। ২০১২ সালে ১৩ ম্যাচে ৪৭২ রান করেছিলেন তিনি। সে বছর একটি শতক ও দুটি অর্ধশতক করেছিলেন তিনি।
এই বছর অসাধারণ ক্রিকেট খেলা সাব্বির ৪৫১ রান করে ষষ্ঠ স্থানে আছেন। এ বছর তিনি দুটি অর্ধশতকের সাহায্যে এই রান করেন। যার মধ্যে একটি ৮০ রানের ইনিংস রয়েছে। এই কিছুদিন আগে ঘরের মাঠে এশিয়া কাপে এই ইনিংসটি খেলেন তিনি।
সাব্বিরের সামনে দারুণ এই রেকর্ডটি করার শেষ সুযোগ আজই। কারণ আজ শনিবার বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাচ্ছে।
তা ছাড়া এ বছর পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই বললেই চলে। তাই আজ এই রেকর্ডটি করতে না পারলে তাঁর অধরাই থেকে যাবে এক বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি।
সাব্বিরের ব্যাট সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল গত এশিয়া কাপে, পাঁচ ম্যাচে ১৭৬ রান করে তিনি টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছিলেন। তার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছিল ৮০ রানের একটি অসাধারণ ইনিংস। ঢাকার ক্রিকেটপ্রেমীদের হয়তো অনেকদিন মনে থাকবে তাঁর সেই দুর্দান্ত ইনিংসটির কথা।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব একটা খারাপ খেলছেন না তিনি। ছয় ম্যাচ থেকে করেছেন ১৩৫ রান। যার মধ্যে ধর্মশালায় বাছাই পর্বে ওমানের বিপক্ষে রয়েছে ৪৪ রানের একটি চমৎকার ইনিংস।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সাব্বিরের। সেই থেকে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলে করেছেন ৫৯২ রান। গত তিন মাসে তিনি যে রান করেছেন, তার চেয়ে অনেক কম রান করেছেন এর আগের দুই বছরে, মাত্র ১৪১ রান।
তাই বলাই যায় এই বছরটি সাব্বিরের জন্য পয়মন্ত। যা অন্য ব্যাটসম্যানদের জন্য প্রেরণাও হতে পারে।